কুরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য ধর্মীয় গ্রন্থ?
লিখেছেন লিখেছেন সত্যভাষন ২৬ জুন, ২০১৩, ০৫:৫৮:২০ বিকাল
মহা গ্রন্থ আল কুরআন মহান আল্লাহ রব্বুল আলামীন-এর বাণী।
তিনি তাঁর প্রিয় রসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর মাধ্যমে সমগ্র পৃথিবীর সর্ব কালের সকল মানব মন্ডলীর উন্নত জীবন গঠনের জন্য এই কুরআন পাঠিয়েছেন। এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয় নাই। বরং সমস্ত বিশ্ববাসীর জন্য কুরআন অবতীর্ণ হয়েছে। কুরআনে সূরা আলে ইমরানের ১৩৮নং আয়াতে উল্লেখ করা হয়েছে, হাযা বায়ানুল লিন নাস' অর্থ- ইহা মানব জাতীর জন্য সুস্পষ্ট বাণী। সূরা বাকারায় ১৮৫নং আয়াতে বলা হয়েছে, উনঝিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস' অর্থ- কুরআন নাজিল করা হয়েছে মানব জাতীর হেদায়াতের জন্য।
আল কুরআনে শুধু ধর্মীয় উদেশই নয় বরং সেখানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল বিষয়ে যেমন- অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র পরিচালনা ইত্যাদি সর্ব বিষয়ে স্পষ্ট দিক্ নির্দেশনা রয়েছে।
সুতরাং জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানবমন্ডলীকে কুরআন পড়ার ও কুরআন বুঝার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
বিষয়: বিবিধ
২০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন