ইসলামকে ভালভাবে জেনে বুঝে সঠিকভাবে পালন করাই অপরিহার্য।

লিখেছেন লিখেছেন সত্যভাষন ০৬ জুলাই, ২০১৩, ০৫:৩৮:২৪ সকাল

না জেনে না বুঝে ইসলাম পালনও করা যায় না, প্রত্যাখ্যানও করা যায় না। কারণ, না জেনে না বুঝে পালন করতে গেলে উদ্দেশ্য হাসিল হয় না। অপরদিকে না জেনে না বুঝে প্রত্যাখ্যান করলে তা হবে- অথই গহ্বরে পড়ে যাওয়া ব্যক্তি কর্তৃক উদ্ধার কর্মির এগিয়ে দেয়া ত্রাণ রজ্জুকে আঁকড়ে না ধরে প্রত্যাখ্যান করার মতই আত্মঘাতী সিদ্ধান্ত।

বুদ্ধিমান ব্যক্তি না জেনে না বুঝে কোন কিছু গ্রহনও করেনা , বর্জনও করে না।

বিষয়: বিবিধ

১৫৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File