জেগে আছে নাসের সিটি

লিখেছেন লিখেছেন স্ফুলিঙ্গ ০৬ জুলাই, ২০১৩, ০৪:৩৫:৩৫ রাত

"জেগে আছে নাসের সিটি

জেগে আছে আমার প্রাণ।

একই দেহ একই প্রাণ

তার নাম মুসলমান"

আসুন আমরা তাহাজ্জুতের নামাজ পড়ে মিশরে আমাদের ভাইদের জন্য দোয়া করি।এখন তাহাজ্জুদের সময়...সবাই প্রাণভরে দোয়া করুন......আয় আল্লাহ!মূসার মুরসীদের জন্যে নীলনদের সেই রহমতের ফেরেশতা আবার পাঠাও।।মজলুম নর-নারীর শাহাদাত কবুল কর।।আবার তোমার বদরের ফেরেশতা পাঠাও।। লম্পট বাম জঙ্গীদের ধ্বংস করতে আবার তোমার আবাবীল কঙ্কর বাহিনী পাঠাও।।লম্পট বাম সন্ত্রাসী জঙ্গী ধর্ষকদের কাছে তোমার কোরআনে হাফেজ ড.মুরসীদের ছোট করো না ,অপমানিত করো না মাবুদ,তোমার নেক বান্দাহদের মর্যাদা বাড়িয়ে দাও,সম্মান ফিরিয়ে দাও আল্লাহ----আমীন ছুম্মা আমীন।

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File