প্রথম দেখা

লিখেছেন লিখেছেন আইনজিবি ২৬ জুন, ২০১৩, ০৬:০৮:৪৯ সন্ধ্যা



প্রথম যে দিন তোমাই দেখি

পড়ন্ত বিকাল বেলা,

সে দিন হতে লাজুক মনে

দিয়ে গেলে দোলা।

লাজ লজ্জায় লাজুক মনে

লজ্বাবতী হয়ে,

এখন ও তো বসে আছি

তোমারই পথ চেয়ে।

হয়তো আবার দেখা হবে

হবে আবার পরিচয়,

হাতটি ধরে বলবো আমি

তোমায় কাছে পেতে চাই।

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File