লেখার নিয়্যত ছিলো না, লিখতে বাধ্য হলাম
লিখেছেন লিখেছেন FM97 ১৫ জুলাই, ২০১৩, ১২:৩০:৩৮ দুপুর
সকাল সকাল ফাজলামী ভালো লাগে না। আজকে আমি কিছু লেখার নিয়্যতে ছিলাম না, অথচ আমাকে লিখতে বাধ্য করা হয়েছে। “পুলিশ জনগণের বন্ধু”, পেপারের সাথে এমন লিফলেট (দেখানো হয়েছে, পুলিশ গাড়ির আগুন নিভাচ্ছে, মহিলা পুলিশ- মেলায় আসা মহিলাদের ব্যাগ চেক করছে, কিছু পুলিশ প্যারেড করছে) দেখে কি পরিমাণ মেজাজ গরম হয়েছে তা বুঝাতে পারবো না। Simple একটা ট্রাফিক পুলিশের উপরই তো রাগ লাগে, যখন দেখি তারা অকারণে বোঝাইকৃত ভ্যান, গাড়িকে আটকিয়ে হয়রানি করে টাকা আদায় করে। টাকা না দিলে যেতে দিবে না।
এদিকে পুলিশ বন্ধু না শত্রু- সেটা আমি আর কি বলবো? বরং দূর্নীতির শীর্ষে সম্প্রতি পুলিশ ডিপার্টমেন্টেরই নাম উঠে এসেছে। নিরস্ত্র মানুষের উপর পুলিশের নির্বিচারে গুলি চালানো, এমনভাবে বন্দুক তাক করে অ্যাকশান মুডে থাকে যেনো কোনো যুদ্ধ চলছে! গভীর রাতে ঘুমন্ত মানুষের উপর অপারেশন, র্যাব-পুলিশের যৌথ অভিযানে অগণিত মানুষের পঙ্গুত্ব বরণ, শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গ নয়, সাধারণ নির্দোষ পথচারীদেরও গণগ্রেফতার, তাদের চোখের সামনেই লীগের তান্ডব, বন্দীদের মুক্তি দেয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ- এসবই কি পুলিশের বন্ধুত্ব।
তাই আমি মনে করি এবার সবচেয়ে ভালো হয়- পুলিশের অপকর্ম সম্বলিত ঠিক আজকের লিফলেটের অনুকরণে আরেকটা লিফলেট, সংবাদ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ঘরে ঘরে সত্যতা প্রচার করা, যার শিরোনাম হবে- “পুলিশ বন্ধু না শত্রু”?
বিষয়: বিবিধ
১৫১৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন