তাই পালিয়ে বেড়ানো...
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৫৪:৩০ রাত
কাব্য ভাষা খানিকটা এলোমেলো,অগোছালো!
কথা গুলো অনেকটা খাপছাড়া,এলোমেলো
তবুও বলে যাওয়া,বলতে থাকা,লিখে যাওয়া
এলোমেলো ভাষায় আবেগের খেলা...
বেলা শেষ হয়েছে,নীড়ের বাসিন্দারা নীড়ে ফিরেছে
কিন্তু সময়টা এখনো থমকে আছে দক্ষিণের বারন্দায়
চারপাশে দেয়াল মাঝে একটুখানি খোলা জায়গা
যেনো গবাক্ষে বিশাল আকাশের একটুকু অংশ
কি হয় ওতে?মনে হয়
বিশাল আকাশ কে, যেনো ভাগ করে দিয়েছে
ইটের তৈরী এই দেয়াল গুলো!
দৃষ্টি ঘুরে ফিরে চারপাশ,ব্যাস্ত রাস্তা,কোলাহলের গলি
চারপাশের চিলেকোঠা,আর কোন বন্ধ জানালা!
জানালা কতোদিন ধরে বন্ধ?!কে জানে?!
কবে খুলবে তাই বা কে জানে?!
খুলে হবেই বা কি?! মুক্ত আবরোনে বদ্ধ এই পৃথিবী
দেখার চেয়ে বন্ধ জানালার ওপাড়ে থাকাই অনেক ভালো!
ক্লান্ত লাগছে খুব!
ব্যাস্ততার অপেক্ষা!অনেক ব্যাস্ততা...
এক দন্ড অবসর নেই যেনো!কি অদ্ভুদ চাওয়া!!
যেনো অখন্ড অবসরের দেয়াল ঘিরে আছে চারপাশ
নাহ!
অবসর কই...?!বিচিত্র ব্যাস্ততায় ক্লান্ত
তাই এমন এক ব্যাস্ততা চাই,যেখানে ক্লান্তির রেশ নেই
দিন শেষে মনে হবে না,শূন্য হাতে ফিরছি
দিন,রাত,চাঁদের দুঃখ অথবা আঁধারের হাহাকার
কিছুই খুঁজে ফেরা হবে না আর!
পেছন ফিরে চেয়ে দেখতে হবে না
সুখ গুলোকে কথায় ফেলে এলাম
জানতেও ইচ্ছে হবে না,কেন দুঃখ গুলোই সঙ্গে রয়ে গেলো!
সহজ ছন্দে জীবন কি চলে কখনো?!
যতোই কাব্যে বাঁধো,গল্পে লিখো
ছন্দ পতনের ভার বইতেই হবে,কঠিন সে ভারে নুইতেই হবে
চাও বা না চাও!
তাই তো চাওয়া নেই কোন,পাওয়ার আনন্দ ও নেই!
নিরানন্দের ভাগ যেনো দিতে না হয় তাই পালিয়ে বেড়ানো!
দূরে...অনেক দূরে...
বিষয়: সাহিত্য
১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন