প্রশ্নটা প্রশ্নই থেকে যায়..
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১৩ নভেম্বর, ২০১৩, ০৬:৪২:১৩ সন্ধ্যা
আবার দেখা হবে কোন দিন
আবার কথা হবে কখনো,
মাঝখানে জমা রয়ে যাবে
অনেক গুলো বছরের গল্প!
@
হয়তো কোন একদিন কথা হবে
হয়তো কোন এক তপ্ত দুপুরে
আবারো দেখা হবে,
তখন একই প্রশ্নই হয়তো ঘুরে ফিরে আসবে
আজ এতোদিন পর কে বেশি বদলেছে মনে হয়?
সময়?নাকি আমি?
@
তারপর আবারো কোন একদিন দেখা হয়ে যাবে
কোন এক মধ্য দুপুরে
হয়তো লেকের পাড়ের ব্রিজটিতে
অথবা শপিং মলের পাশে সেই গাছগুলোর নীচে!
ঘুরে ফিরে আবারো সেই একই প্রশ্নই থাকবে,
কে বেশি বদলে গেছে? সময় নাকি আমি?
@
উত্তর খুঁজতে খুঁজতেই সময় ফুরিয়ে যাবে
যাবার বেলায় তখন শুধু একটু হেসে বলা হবে,
'প্রশ্নটা তোলা রইল,আবার কখনো দেখা হলে
উত্তরটা দিবো,আজ বরং আসি'
@
তারপর আবার হয়তো কোনদিন দেখা হবে
কোন এক দ্বিপ্রহরে
ব্যস্ত সড়কের পাশে ক্লান্ত সময় ছুঁয়ে,
সেদিনও প্রশ্নটা একই রকম থাকবে,
কে বেশি বদলে যায়?সময় নাকি আমি?
@
সেদিন হয়তো সময় আর ফুরোবে না
তবুও উত্তরটা পাওয়া হবে না,
শুধু বলা হবে,
'উত্তরটা খুঁজে পেয়েছিলাম,কিন্তু দীর্ঘ সময়ের ভীড়ে
হারিয়ে ফেলেছি!প্রশ্নটা না হয় প্রশ্নই থেকে যাক!
@
উত্তর খোঁজার দায় থেকে পালাতে পালাতে
আজ অনেক প্রশ্নই এভাবে ঘুরে ফিরে,
ঠিক সেখানটায়,একইভাবে সামনে এসে দাঁড়ায়
যেখানটায় প্রশ্ন গুলো জন্মেছিলো!
@
নিরুত্তর আমি দিনের পর দিন
এভাবেই পালিয়ে বাঁচি,
এভাবেই দিন-মাস আর বছর কেটে যায়
প্রশ্ন গুলো প্রশ্নই থেকে যায়!
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন