এখনো সময় আছে সতর্ক হোন...
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:১৫:১১ রাত
আজকাল এফই,ব্লগে ঢুকলে কান্না চলে আসে!!একেকজনের মুখের ভাষা দেখে!! আচ্ছা?দশমাস দশদিন যে মা পেটে ধরে ছিলেন,মাথার ঘাম পায়ে ফেলে যে বাবা বড় করেছিলেন তাদের তুলে গালি দিতে,নিজেদের জন্ম নিয়ে গালি দিতে কি একটুও বুক কাঁপে না????কেমন সন্তান আপনারা?ছিঃ...কাউকে বাপ-মা তুলে গালি দিলেই কি বড় হয়ে যাওয়া যায়?স্মার্ট হওয়া যায়?কোথা থেকে শিখেছেন এমন কালচার?আপনাদের বাবা-মা শিখিয়েছেন?নাকি পড়া-লেখা করতে এসে শিখেছেন?প্লিজ,তাহলে দয়া করে এমন সন্তান পরিচয়ে বেঁচে থাকবেন না! দয়া করে এমন শিক্ষায় শিক্ষিত পরিচয় দিবেন না... কাউকে গালি দিয়ে নিজে ভালো হওয়া যায় না,কারো অপরাধের শাস্তিও দেয়া যায় না... আর কি ভাবেন?আপনি যা করছেন,যা করেছেন,যা ভাবছেন তা কেউ দেখছে না?ভুলে যাবেন না,দুই কাঁধে দু'জন ফেরেশতা আছেন,স্বয়ং আল্লাহ আছেন,সব দেখছেন তিনি,সব রেকর্ড হচ্ছে,নিজদের প্রতিটা কাজের জন্য পাই পাই করে জবাবদিহী করতে হবে... অন্যায় করেছেন,অন্যায় সাপোর্ট দিয়েছেন শাস্তি পাবেন না তা হবে না... আল্লাহ সব দেখছেন,কথাটা যতো বেশি মনে রাখবেন ততোই নিজেদের জন্য ভালো... হয়তো আজ আপনি পাড় পেয়ে যাবেন কিন্তু কাল না...
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন