আমার আমি-৪

লিখেছেন লিখেছেন শুকনোপাতা ০৪ জুলাই, ২০১৩, ০১:৩৮:১২ দুপুর



আমি রোজ কতো কিছুই জমাই

এর অথবা ওর,তার না হয় তোর

কারো না কারো দেয়া কষ্ট আর

আমার টুকরো অভিমান

দিন শেষে কখনো ভেবে হই হয়রান

আমার আজকের কামাইটা বুঝি হলো ম্লান!

@

আমি রোজ কতো কিছুই ভাবি

কতো ভাবে কতো কথার সূক্ষ ছবি আঁকি

কুঁড়োই কতো অর্থ কথার কতো শত যুক্তি

দিন শেষে সব ঘুম জড়িয়ে নিচ্ছি আবার মুক্তি!

@

আমি রোজ ভাষা গুলো হারাই

কখনো বা নির্বাক হয়ে সবাক শব্দ লুকাই

এর না হয় ওর,তার না হয় তোর

কারো না কারো কথার নীচে আমার কথা লুকাই

দিন শেষে আমি নিজের কাছেই নিজের কথা সুধাই!

@

আমি রোজ শামুক কুঁড়োতে যাই

মুক্ত ছাড়াই শামুক বুকে নিজের নামটি খোঁদাই

আমার নাম হয়েছে অজানা

কি করবো তাই তো শামুকে লিখি নামখানা

দিন শেষে কি অভিমানে যেনো শামুক ভেঙ্গেচুরি

নিজের নামটা নিজেই অনেক দূরে ফেলি ছুঁড়ি!

@

আমি রোজ কতো কিছু বলি

বলতে চেয়েও কতো কথা হাওয়ায় উড়িয়ে ফেলি

ওর কথা শুনি,তোর কথা শুনি,সবার কথা শুনি

শুনতে শুনতে বুনতে ভুলে যাই নিজের কথার ঝুড়ি!

তোর সাথে কি ওর সাথে,তার সাথে কি যার সাথে

কথা যতো,আর হোক অভিমান কি ই বা আসে যাবে!

@

আমি রোজ অনেক কিছুই জমাই

জমতে জমতে আমার ঝুড়িটা ভারে নুয়ে ভেঙ্গে যায়

আমি নতুন ঝুড়ি বানাই,নতুন কথা সাজাই

দিন শেষে সেই ঝুড়িটাকে আমিই জলে ডুবাই!

বিষয়: বিবিধ

১৪০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File