বোনের জন্য..
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১৮ এপ্রিল, ২০১৩, ১০:১৭:৫৩ রাত
তোকে সবাই দূর থেকেই দেখে
আর তুই? একলা বসেই কাঁদিস
সবার অগোচরে...!
আমিও কাঁদি তোর জন্যে একা নিরালায়
তোর-আমার কান্না মিলে দূরের নীলিমায়
@
পরের বাড়ি চলে গেছিস পর কে করে আপন
পুরনো তাই করতে না পাই তোকে জ্বালাতন!
অল্প দিনেই হয়ে গেছিস অনেক জনের আপন
তাই তো তোকে দূর থেকে মিস করি ভীষন!
@
কেমন আছিস?কি খাচ্ছিস জানতে মনে চায়?
নতুন শাসন ভয় করি তাই জানা তো না যায়!
তুইও এমন করেই ভাবিস জানি দিবা-নিশি
তোর মনটাও এমনি করেই কাঁদে অনেক বেশি!
@
মুখটা তোর দেখলে পড়েই বুঝি অনেক কিছু
কি করবো?পর হয়েছিস,তাই বলতে হয় না কিছু!
কঠিন কথা শুনলে জানি অনেক কষ্ট পাস
তবুও বোন ধৈর্য্য ধরে সবই শুনে যাস!
@
তোর কষ্টে আমিও কাঁদি তোরই মতোন করে
যদি পারতাম কেঁদে নিতাম বুকে জড়িয়ে ধরে!
অনেক কঠিন,তোর জন্য জানিরে সব কিছু
কেউ না বুঝুক আপু বুঝি,তোর সব কিছু!
@
চোখের পানি নয়রে কোন সঠিক সমাধান
কান্না ভুলে,দুঃখটাকে ভেঙ্গে কর খানখান
নতুন জীবন নতুন মানুষ,নতুন পরিবেশ
মানিয়ে নিলেই পেয়ে যাবি পরম সুখের আবেশ!
যেথায় থাকিস,আছি আমি হয়ে তোর সাথী
সুখে-দুঃখে থাকবো পাশে হয়ে মনের বাতি।
[উৎসর্গঃ সদ্য বিবাহিত আমার আদরের বোনটাকে]
বিষয়: বিবিধ
১৭২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন