কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে জীবন গড়ুন ( পর্ব-১)

লিখেছেন লিখেছেন জান্নাতে যেতে চাও যারা ১৫ মার্চ, ২০১৩, ০১:৫৪:০০ রাত

কোরআনের ধারাবাহিক অনুবাদ : সূরা ফাতেহা, মক্কায় অবতীণ আয়াত-৭ রুকু-১

১. রহমান রহীম আল্লাহ তায়ালার নামে-

২.সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে- তিনি সৃষ্টিকুলের মালিক,

৩.তিনি পরম দয়ালু, অতি মেহেরবান,

৪.তিনি বিচার দিনের মালিক।

৫.হে প্রভূ,) আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই সাহায্য চাই।

৬.তুমি আমাদের ( সরল ও) অবিচল পথটি দেখিয়ে দাও-

৭.তাদের পথ- যাদের ওপর তুমি অনুগ্রহ করেছো, তাদের ( পথ ) নয় -যাদের ওপর অভিশাপ দেয়া হয়েছে এবং ( তাদের পথও নয়) যারা পথভ্রষ্ট হয়ে গেছে ।

আমীন !

চলবে ........ইনশাআল্লাহ )

বিষয়: বিবিধ

১৮০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File