প্রসংগ বিয়ের গল্প .........
লিখেছেন লিখেছেন জান্নাতে যেতে চাও যারা ০৫ মার্চ, ২০১৪, ০৮:২৭:১৬ রাত
অনেক দিন পর বিডিটুডে ব্লগে আসলাম এসেই দেখি অনেক পরির্বতন নতুন নতুন অনেক ব্লগার এবং সবচেয়ে মজার ব্যাপার হলো বিয়ের গল্প নামে যে প্রতিযোগিতা হয়েছে তার মধ্যে যে প্রথম হয়েছে সেই লেখাটি খুব মনোযোগ দিয়েই পড়লাম খুবই সুন্দর ও চমৎকার একটি লেখা অনেক গুছানো একটি গল্প যা পড়ে খুবই ভালো লেগেছে । আসলে প্রত্যেকেই একটি সুন্দর সুখের দাম্পত্য জীবন চায় কেউ হয়তো তার মনের মতো পেয়ে যায় তেমনি এই গল্পটি মনে হয়েছে । অনেক অনেক অভিনন্দন সকল বিজয়ীদের । মহান আল্লাহ তায়ালা সকলের জীবনে একজন ভালো জীবনসংগী ও সুন্দর মনের মানুষ মিলিয়ে দিন । আমীন !
বিষয়: বিবিধ
১৬৬৬ বার পঠিত, ১১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন