সময় এসেছে দূষ্কৃতিকারীরা সাবধান হও !
লিখেছেন লিখেছেন জান্নাতে যেতে চাও যারা ২৯ অক্টোবর, ২০১৪, ০৬:৪২:০৬ সন্ধ্যা
মানুষের মাঝে কিছু (লোক এমনও ) আছে যারা (মুখে ) বলে,আমরা আল্লাহ তায়ালা ও পরকালের ওপর ঈমান এনেছি;কিন্তু ( এদের কর্মকান্ড দেখলে তুমি বুঝতে পারবে ) এরা ( মোটেও) ঈমানদার নয় । মুখে ঈমানের দাবী করে ) এরা আল্লাহ তায়লা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে,( মূলত এ কাজের মাধ্যমে ) তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধোকা দিয়ে যাচ্ছে,যদিও( এ ব্যাপারে ) তাদের কোনো প্রকারের চৈতণ্য নেই । অত:পর আল্লাহ তায়ালা ( এদের সে...) ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্যে রয়েছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পিড়াদায়ক আযাব,কেননা তারা মিথ্যা বলেছিলো । তাদের যখন বলা হয়,তোমরা ( এই শান্তিপূর্ণ ) যমীনে অশান্তি ( ও বির্পযয়) সৃষ্টি করো না, তখন তারা বলে, না, আমরাই তো হচ্ছি রবং সংশোধনকারী ( অথচ ) এরাই হচ্ছে ( যমীনে যাবতীয় ) বিপর্যয় সৃষ্টিকারী যদিও তারা ( এ ব্যাপারে ) কোনো চৈতন্য রাখে না ।
আল কোরআন : (সূরা বাকারা আয়াত ৮-১২ )
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন