মায়ের জন্যে একটি গান
লিখেছেন লিখেছেন জান্নাতে যেতে চাও যারা ১৯ মার্চ, ২০১৪, ১১:৩০:১৪ রাত
মাগো তোমায় মনে পড়ে
কতোদিন তোমায় মাগো দেখেনি
খুব দেখতে ইচ্ছে করে মাগো
আজ ভেবেছি তোমার কাছে লিখবো
মনের কথা প্রানের কথা
শুধু মাগো বলবো
মাগো তোমায় মনে পড়ে
তুমি যে আমার ভালোবাসা
তুমি যে আমার আলো আশা
তুমি আমার জীবন প্রদীপ
নিত্য দিনের আশা
মাগো ও মাগো মা তুমি আমার মা
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন