দেশের সব মানুষ দিন দিন রাজাকার হয়ে যাচ্ছে

লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ১৯ মার্চ, ২০১৪, ১০:৫৩:৪২ রাত

আজকে একটা পরিসংখ্যান দেখে মনে হইল দেশের সব মানুষ দিন দিন রাজাকার হয়ে যাচ্ছে।

“সর্বমোট ৪৮৭টি উপজেলার মধ্যে এ নিয়ে তিন দফায় ২৯২টি উপজেলা নির্বাচনের ঘোষিত ফলাফলে জামায়াত মোট ২৯টি চেয়ারম্যান, ৮২টি ভাইস চেয়ারম্যান ও ২৪টি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে। তিন দফায় চেয়ারম্যান পদে ৮১, ভাইস চেয়ারম্যান পদে ১৩১ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯টিতে জামায়াত প্রার্থী দিয়েছিল। জামায়াতের তথ্য মতে, ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে জামায়াত চেয়ারম্যান পদে ৭০টিতে প্রার্থী দিয়ে ২৪টিতে বিজয়ী হয়। ভাইস চেয়ারম্যান পদে ৭১টিতে প্রার্থী দিয়ে ২৭টিতে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬টিতে প্রার্থী দিয়ে ১৩টিতে বিজয়ী হয়েছিল।”

কিছুদিন আগে জৈনিক আওয়ামীলীগ মন্ত্রী বলেছিলেন - “জামাতের সাথে আত্মীয়তার সম্পর্কও করা যাবে না।”

তার কথার সুত্র ধরে আমিও বলি যে সব উপজেলায় জামাত নির্বাচিত হইছে, সে সব উপজেলাকে নিষিদ্ধ করা হউক।

সবশেষে দেশের চেতনাধারি বিশিষ্ট সুশীল সমাজকে বলি , যেইটা পারবিনা ওইটা নিয়া এতো ফালা ফালি করছ কেন????

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194985
১৯ মার্চ ২০১৪ রাত ১১:৩০
হাকালুকি লিখেছেন : ভাবনার কথা, কি করা যায় বলুন তো ! পাত্র পাত্রীর খুজে ছাত্রলীগের কাছে গেলে তো গনরিয়া-সিফিলিস- এইডস ছাড়া আর কিছুই পাওয়া যাবে না । জয় বাংলা ।
২০ মার্চ ২০১৪ রাত ০১:০৩
145390
মাটিরলাঠি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
195123
২০ মার্চ ২০১৪ সকাল ১১:৫২
হতভাগা লিখেছেন : 'দেশের সব মানুষ দিন দিন রাজাকার হয়ে যাচ্ছে''

০ ১৩.০৩.২০১৪ এর টি২০ কনসার্ট ছিল এই ধারনার বিপক্ষে বাংলাদেশীদের কঠোর অবস্থান ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File