পাগলা তুই দৌড়া ....
লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ০৯ মার্চ, ২০১৫, ০৯:১৯:৫৫ রাত
আজকে ক্রিকইনফো স্ট্যাটাস দিয়েছে...
"England are part of the Big Three but won't be part of the World Cup quarter-finals. They are out!
Bangladesh have knocked them out!"
এক মোড়ল শেষ এখন পালা দ্বিতীয়টার।
জয়ের পর মাশরাফির মাটিতে উপুড় হয়ে পড়ে যাওয়া দৃশ্যটা জীবনেও ভুলব না!
কমেন্ট্রিতে নাসের হোসেন বলতেছিল ....
Look at that! He can barely walk! I wonder how is he bowling with those legs!
নাসের হোসেন আপনাকে একটা গোপন কথা বলি....
টাইগারদের অধিনায়ক ক্রিকেটটা কলিজা দিয়ে খেলে। দেখছেন সে খেলা শেষে পুরস্কার বিতরণীতে মাথায় লাল সবুজের পতাকা বেঁধে আসছে? শুনছেন সে কি বলছে?
বলছে.... এই জয় সেই মানুষগুলোর প্রতি যারা রক্ত দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করেছে! এই জয়টা দেশের সেই মানুষগুলোর জন্যে যারা প্রতি মুহূর্তে জীবনের সাথে যুদ্ধ করে দু'বেলা আহার উপার্জন করে!
প্রতিজ্ঞা করেছিলাম কাঁদব না কিন্তু এই পাগলটার কথা শুনে প্রতিজ্ঞা রাখতে পারলাম না। মাশরাফি .... আগেই অনেকে হয়তো তোমাকে এই কথা বলেছে, আমি নাহয় দেরি করে বললাম.... লাগলে আমার পা দুইটা দিয়ে দিব তবু তুমি দৌড়াও....
পাগলা তুই দৌড়া ....
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ তার নেতৃত্বেই বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে - সুব'হান আল্লাহ !
এখনকার খেলোয়ারদের মধ্যে অধিনায়ক হিসেবে মাশরাফিই অটোমেটিক চয়েজ । আর মাশরাফিকে সবাই বড় ভাইয়ের মত মানেও ।
সে এমন একজন খেলোয়ার যে খেলতে নামলে ১০০%ই দেয় ।
বাংলাদেশকে নিয়ে আমার এস্পেক্টেশন এটাই ছিল যে বাংলাদেশ যাতে কোয়ার্টার ফাইনালে খেলে , না পারলেও যেন সহযোগীদের কাছে লজ্জা না পায় ।
আল'হামদুলিল্লাহ সেটা বাংলাদেশ পেরেছে ।
এখন বাংলাদেশ দলের উচিত হবে কোয়ার্টার ফাইনালের খেলাটা ভাল করে উপভোগ করা , নির্ভার হয়ে খেলা ।
মন্তব্য করতে লগইন করুন