সরকারের বলির পাঠা কামারুজ্জামান

লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ০৫ নভেম্বর, ২০১৪, ১২:১১:২৬ দুপুর

কাদের মোল্লার পর আবারো সরকারের বলির পাঠা হতে যাচ্ছেন কামারুজ্জামান।

- গোলাম আজমকে ঝুলানু যাবে না , কারণ তার আন্তর্জাতিক লবিং খুব শক্ত। সরকারের ঘাড়ে এখনো দুইটা মাথা হয় নাই যে গোলাম আজমকে ফাঁসী দিবে। যা হবার তাই হয়েছিল যাবতজীবন।

- সাইদির মামলাটি আমার মতে এযাবৎ কালের সর্বাধিক বিতর্কিত মামলা। তবুও সরকারের টার্গেট ছিল তাকে সবার আগে ঝুলানুর। কিন্তু বাঁধ সাজে সাইদির বিপুল জনপ্রিয়তা। যা সরকারের ক্ষমতাকে পর্যন্ত নাড়িয়ে দেয়। যা হবার তাই হয়েছিল যাবতজীবন।

- সাকা চৌধুরিকে ঝুলানুও সরকারের জন্য অসম্ভব কারণ ক্ষমতাসীন দলের অনেক উচ্চ পর্যায়ের নেতা সাকার পরিবারের।

- মতিউর রহমান নিজামির টাও আমার মনে হয় শেষ পর্যন্ত যাবতজীবন হবে। কারণ রায় টা তারিখ পরিবর্তিত হতে হতে অনেক কষ্টে আসছে।

বাকী গুলার কথা এখনো কিছু বলা যাচ্ছে না।

বিষয়: বিবিধ

১৬৩৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281434
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
কাহাফ লিখেছেন :
কত চিন্তা!কত ভাবন!
কত অনুভূতি!কত পর্যবেক্ষণ!
আরো কত বিশ্লষন!!

Catch Catch Catch
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৬
225046
ইব্রাহীম খলিল লিখেছেন : Applause
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৬
225047
ইব্রাহীম খলিল লিখেছেন : Applause
281459
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪১
মামুন লিখেছেন : দেখা যাক কি হয়...
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৭
225048
কাহাফ লিখেছেন :
দেখতে দেখতে অনেক বেলা বয়ে গেল.........!!!Broken Heart Broken Heart Broken Heart
281467
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৩
লজিকাল ভাইছা লিখেছেন : কাহাফ ভাই বলেছেন "দেখতে দেখতে অনেক বেলা বয়ে গেল........" একমত । এখন কিছু করার সময় ....So let rise our voice to save humanity in Bangladesh

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File