সরকারের বলির পাঠা কামারুজ্জামান
লিখেছেন লিখেছেন ইব্রাহীম খলিল ০৫ নভেম্বর, ২০১৪, ১২:১১:২৬ দুপুর
কাদের মোল্লার পর আবারো সরকারের বলির পাঠা হতে যাচ্ছেন কামারুজ্জামান।
- গোলাম আজমকে ঝুলানু যাবে না , কারণ তার আন্তর্জাতিক লবিং খুব শক্ত। সরকারের ঘাড়ে এখনো দুইটা মাথা হয় নাই যে গোলাম আজমকে ফাঁসী দিবে। যা হবার তাই হয়েছিল যাবতজীবন।
- সাইদির মামলাটি আমার মতে এযাবৎ কালের সর্বাধিক বিতর্কিত মামলা। তবুও সরকারের টার্গেট ছিল তাকে সবার আগে ঝুলানুর। কিন্তু বাঁধ সাজে সাইদির বিপুল জনপ্রিয়তা। যা সরকারের ক্ষমতাকে পর্যন্ত নাড়িয়ে দেয়। যা হবার তাই হয়েছিল যাবতজীবন।
- সাকা চৌধুরিকে ঝুলানুও সরকারের জন্য অসম্ভব কারণ ক্ষমতাসীন দলের অনেক উচ্চ পর্যায়ের নেতা সাকার পরিবারের।
- মতিউর রহমান নিজামির টাও আমার মনে হয় শেষ পর্যন্ত যাবতজীবন হবে। কারণ রায় টা তারিখ পরিবর্তিত হতে হতে অনেক কষ্টে আসছে।
বাকী গুলার কথা এখনো কিছু বলা যাচ্ছে না।
বিষয়: বিবিধ
১৭১৫ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
কত চিন্তা!কত ভাবন!
কত অনুভূতি!কত পর্যবেক্ষণ!
আরো কত বিশ্লষন!!
দেখতে দেখতে অনেক বেলা বয়ে গেল.........!!!
মন্তব্য করতে লগইন করুন