অনু কাব্য
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০৫ নভেম্বর, ২০১৪, ১২:১৬:৩১ দুপুর
** তুমি বুঝবে কি আর
তুমি তো নও কবি
কবিতা হল
মনের প্রতিচ্ছবি।
** ও আমার মিতে
সুখে থাকলে
কিলায় ভুতে।
** খুব তো বড় কথা কহিস
বাজার থেকে গরুর বদলে
কিনে আনিস মহিষ।
** কে বলেছে নেই আমাদের বোধ
বোধের ঠেলায় ডাকছি রোজই
হরতাল-অবরোধ।
** ভাল লাগেনা স্বদেশ
যাব বিদেশ।
** কি আর করা
সপ্ন গুলো যদি
থাকে অধরা।
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল্লে না বিদেশ থাকতে-
আসতে তো চাই দেশে!
পরক্ষণেই ভয় ঢুকে যায়-
যদি লাশ হয়ে যাই শেষে!!
অনেক ধন্যবাদ ও ভাল লাগা রেগে গেলাম....
সুন্দর লিখেছেন।
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
মন্তব্য করতে লগইন করুন