"কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআন দিয়ে জীবন গড়ুন"
লিখেছেন লিখেছেন জান্নাতে যেতে চাও যারা ০৯ এপ্রিল, ২০১৪, ০৬:২৯:২৫ সন্ধ্যা
আমরা ছোট বেলা থেকেই সবাই কোরআন পড়ে আসছি ; কিন্তু আমরা কয়জনে কোরআন এর অর্থ বুঝে পড়েছি ? আসলে আমরা কেউই ছোট বেলা কোরআন বুঝে ও কোরআনের অর্থ পড়েনি । হয়তো আমাদের মাঝে দুই এক জন ব্যতিক্রম থাকতে পারি ; কিন্তু অনেকেই কোরআন পড়ি এবং আমাদের প্রত্যেকের ঘরেই কোরআন আছে, আমরা কোরআন পড়ি তেলাওয়াতের উদ্দেশ্যে সওয়াবের নিয়তে, আর এই কোরআনটাকেই যদি আমরা অর্থ বুঝে পড়তাম তাহলে আমরা কোরআনের মূল হাকিকত, কোরআন নাযিলের উদ্দেশ্য এবং কোরআন আসলেই আমাদের বাস্তব জীবনের জন্যে কতটুকু প্রয়োজন তা আমরা তখনই উপলব্দি করতে পারতাম । কোরআনের অর্থ না বুঝে শুধু সওয়াবের নিয়তে পড়ার কারনেই আমরা আমাদের বাস্তব জীবনে কোরআন অনুযায়ী চলতে পারি না,হয়তো কোরআন তেলাওয়াতের কারনে তার সওয়াব আমরা পাবো;কিন্তু যদি এই কোরআন আমরা অর্থ বুঝে পড়তাম তাহলে সওয়াবও হতো এবং কোরআনের অর্থ বুঝার কারনে আমরা আমাদের প্রাত্যহিক ও বাস্তব জীবনে কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারতাম । আমাদের প্রত্যেকের ঘরেই আমাদের প্রিয় ধর্মগ্রন্থ কোরআন আছে এবং প্রতিদিনও হয়তো আমরা কোরআন তেলাওয়াত করি । প্রত্যেক ধর্মপ্রান মুসলমানের ঘরেই কোরআন আছে । কোরআন আছে শুধুই ধর্মগ্রন্থ হিসেবে আমাদের ঘরে - শুধু এটুকুই আমরা বলতে পারবো । হাজার হাজার লাখো লাখো কোরআন থেকেও আজ আমরা কোরআনকে না বুঝে অর্থসহ না পড়ার কারনে আজ কোরআনের নির্দেশিত পথে কোরআনের আইন অনুযায়ী আমাদের জীবন,আমাদের পরিবার,আমাদের সমাজ ও দেশকে গড়তে পারিনি ।
"এসো কোরআনের ছায়াতলে
সমবেত হই
এসো আল্লাহ রাসূলের
অনুগত হই
কোরআনের ছায়াতলে এসে
কতো লোক প্রাণ দিলো হেসে "
আর নয় হানাহারি !
আর নয় মারামারি !
আর নয় অত্যাচার,জুলুম ও নির্যাতন !
নিজের জীবন,নিজের পরিবারের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে কোরআনের নির্দেশিত পথকেই আমাদের অনুসরন ও অনুকরন করতে হবে । বিজাতীয় সংস্কৃতি পরিহার করে ইসলাম ও আল্লাহ এবং আল্লাহর রাসূল ( সা-এর পদাংক অনুসরন করাই আমাদের জন্যে একমাত্র পাথেয় ও কল্যানকর হবে ।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন ! আমীন !!
বিষয়: বিবিধ
২০৮১ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমবেত হই
এসো আল্লাহ রাসূলের
অনুগত হই
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/6743/muhammadjbd/30345#.U0VTFHaFH2E
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/6743/muhammadjbd/30345#.U0VTFHaFH2E
“হৃদয় যখন পবিত্র হয়, তখন তা কুর’আন পড়তে গিয়ে তৃপ্তি লাভ করে ক্ষান্ত হতে পারে না।(অর্থাৎ সে আরো বেশী বেশী করে কুর’আন পড়তে চাইবে)
শুকরিয়া আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন