ছোটদা কই যাইবা ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৯ এপ্রিল, ২০১৪, ০৬:২৫:৫৫ সন্ধ্যা
পোস্ট টি ব্লগার "আলমগীর মুহাম্মদ সিরাজ"কে উদ্দেশ্য করে লিখেছি সে একটি পোস্ট দিয়েছে " বিদায় হে মোর " শিরোনামে।
ছোটদা কই যাইবা ?
যাওন টাওন চলবে না ,
আমরা সেটা মানব না।
লিখতে হবে ,
মনের আপন রঙ্গে !!
ছোটদা অনেক ধন্যবাদ তোমাকে এই ছোট্র মানুষটিকে আপন করে নেওয়ার জন্য।
তুমি কিছু পোস্ট দিয়েছিলে ব্লগের সমালোচনা করে সেটা তো ভালো কথা ,,সমালোচনা কখনো খারাপ হয় না বা আপন জনের বিপক্ষে যায় না বরং পক্ষে যায়।
আমার মতে টুডে ব্লগ তোমাকে তাদের সমালোচক হিসেবে গ্রহণ করেছে দুশমন নয়।
তুমি কি দেখো নি সেদিন একটি পোস্ট দিয়েছিলে "সিবিএফ চট্টগ্রামের চা চক্র"সেটা নির্বাচিত হয়েছে টুডে ব্লগ তোমার বন্ধু ,শত্রু নয়।
আমাদের সবার প্রিয় টুডে ছেড়ে আমরা কোথায় যেতে পারিনা। যদি টুডে ছেড়ে যাওয়া হয় সেটা হবে টুডের সাথে প্রতারণা ,কারণ যে ব্লগ আমাদের জন্য অনেক কষ্ট করতেছে বারবার সরকার ব্লগ কে বন্ধ করার পায়তারা করতেছে আর ব্লগ সেটার বিরুদ্ধে লড়তেছে শুধু আমাদের জন্য।
বিষয়: বিবিধ
১৩৫৬ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যি চমৎকার বলেছেন। অনেক ধন্যবাদ
আমি দাদা যেখানে আছি সেখানে ওরেও থাকতে অইব ।
এই আমার চশমাডা আর লাডিডা ল ।
সত্যি চমৎকার বলেছেন। অনেক ধন্যবাদ ।
ভালো লাগ্লো...
কহে ‘ যেতে নাহি দিব ‘ । তৃণ ক্ষুদ্র অতি
তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী
কহিছেন প্রাণপণে ‘ যেতে নাহি দিব ‘ ।
আয়ুক্ষীণ দীপমুখে শিখা নিব-নিব ,
আঁধারের গ্রাস হতে কে টানিছে তারে
কহিতেছে শত বার ‘ যেতে দিব না রে ‘
মন্তব্য করতে লগইন করুন