দেশের হসপিটালগুলো যেনো টাকা তৈরির মেশিন !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৬ আগস্ট, ২০১৫, ০৬:১৫:৩৪ সন্ধ্যা

দেশের ভালো ও উন্নতমানের হসপিটারগুলোর সেবার মান নিয়ে রোগীদের প্রশ্ন ! তথাকথিত এসব হাসপাতালগুলো শুধুই টাকা বানানোর মিশিন ! এরা লাক্জারিয়াস হাসপাতাল খুলে শুধুই রুগীদের আকর্ষণ করার জন্য সেবার জন্য নয় ! তবে প্রথম প্রথম সেবার মান ভালো থাকলেও আস্তে আস্তে তা নিন্মমানের দিকেই ধাবিত হয় ! কে দেখবে এসব ? দেখার যে আসলেই কেউ নেই ! এসব হাসপাতালগুলোর সেবার মান যদি এমন হয় তাহলে রুগীরা যাবে কোথায় ? একজন রুগী যখন ভালো ও উন্নত চিকিত্সার জন্যে এসব হাসপাতালে আসেন আর তাদেরই যখন এই দশা ! তাহলে দেশের অন্য হসপিটালগুলোর অবস্থা যে কি তা অনুমান করাই যায় । প্রাইভেট হসপিটালগুলো মনে হয় একেকটা টাকা তৈরির মেশিন । আসলে দেশ আর দেশ নেই যে,এখানে মানুষগুলো শুধুই নিজেদের নিয়েই বাস্ত ! রোগীদের এরা এদের ইচ্ছা মতো ব্যবহার করে । রোগী আসবে রোগীর ইচ্ছায় আর যাবে হসপিটালের ইচ্ছায় এই ফাকে তাদের খুশি মতো বিল তৈরি করে হাতে ধরিয়ে দেয় । একদিন বেশী রাখতে পারলে একদিনের কেবিন ভাড়া একদিনের নার্স ও ডাক্তারদের ভিজিট ওষধ সব মিলিয়ে মোটা অংকের একটা বিল ! সেবার নামে দেশের হসপিটালগুলোতে চলছে রমরমা ব্যবসা । রোগীদের টাকায় বাড়ি গাড়ি আর সৌখিন চলাফেরা করছে আর সেই রোগীদের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করছে ওয়ার্ড বয় থেকে শুরু করে সব শ্রেনী,আর সরকারী হসপিটালগুলোর কথা বলে তো লাভ নেই কারন ঐসব সরকারী ডাক্তার ও সরকারী হসপিটালের স্টাফরা রোগীদের মানুষ বলে মনে করেন না ! এদের ইচ্ছামতো সব কিছু চলবে সেখানে রোগীর কোনো কথা চলবে না এদের যখন খুশি আসবে যাবে । এটাই এখন দেশের সরকারী হসপিটালগুলোর রীতি হয়ে গেছে । আমাদের দেশে অনেক ভালো ডাক্তার আছে যাদের চিকিত্সা বাহিরের দেশের ডাক্তার থেকেও অনেক ভালো । এসব ডাক্তারদের চিকিত্সা পদ্ধতি মানও খুবই উন্নত । তবে কিছু ডাক্তার ও সরকারী এবং বেসরকারী হসপিটাল কর্তৃপক্ষের ব্যবসায়িক রীতিনীতির কারনে একজন রোগী সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছে । পয়সাওয়ালা রোগী পেলে তাদেরকে অযথা বিভিন্ন পরিক্ষা ও টেষ্ট করিয়ে অতিরিক্ত টাকা নেয়ার এরকম হাজারো অভিযোগ দেখা যায় আমাদের দেশের হসপিটাল প্রাইভেট ক্লিনিকগুলোতে ।

______এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336236
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
নারী লিখেছেন : মানুষ কি আর বর্তমানে সৎ আছে??
সৎ থাকলে কি আর এই অবস্থা হোত??
কিছু ডাক্তার আছে।রোগীর অবস্থা জিজ্ঞেস না করে চেহারা দেখেই ঔষুধ লেখা শুরু করে।
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৮
278285
মামুন আব্দুল্লাহ লিখেছেন : এছাড়া একজন রোগী হসপিটালে বা ডাক্তারের চেম্বারে গেলে ডা: রোগীকে জিজ্ঞাসা করেন যদি মহিলা রোগী হয় -আপনার স্বামী কি করেন কোথায় থাকেন যদি তাদের অর্থনৈতিক অবস্থার কথা ভালো বলেন তাহলে ডাক্তার তার ইচ্ছামতো কিছু টেষ্ট দিয়ে বলবে এগুলো আপনাকে করাতেই হবে । তারপর দীর্ঘমেয়াদী কিছু মেডিসিন দিয়ে দেন যাতে লেখা থাকে চলবে । পুরুষ রোগী মহিলা রোগী সবার ক্ষেত্রে ডাক্তাররা একই ফর্মূলা প্রয়োগ করেন । এটা শুধু আমাদের দেশেই লক্ষ্য করা যায় । একজন ডাক্তার রোগীর সেবা করার বদলে দিনের পর দিন নিজের স্বার্থের জন্য যেটার কোনোই প্রয়োজন নেই তাও রোগীর ওপর চাপিয়ে দিয়ে অতিরিক্ত পয়সা নিয়ে যাচ্ছেন । তাছাড়া ওষধ কোম্পানীগুলোর মেডিক্যাল রিপ্রেজেন্টটেটিভদের বিভিন্ন লোভনীয় অফারের কারনে সেই ধবলটা রোগীদের ওপর দিয়ে এসব ডাক্তাররা প্রয়োগ করে । আজ দেশের মানুষ ডাক্তারদের কাছে অসহায় কারন তাদের যে কিছুই করার থাকে না । অসুস্থ্য হলে ডাক্তার ও হসপিটাল যাওয়া ছাড়া যে আর কোনো উপায়ও নেই এসব ভোক্তভোগী মানুষদের ।
336246
১৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : এরা মরণের পরেও যাতে টাকার অভাব না হয় সেই চিন্তা করে বোধ হয়৷
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১৩
278289
মামুন আব্দুল্লাহ লিখেছেন : এভাবে আর কতোকাল চলবে ?
অনেক ধন্যবাদ । ভালো থাকুন
336272
১৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৪১
হতভাগা লিখেছেন : শুধু চিকিতসাই নয় , যে কোন সেবাদানকারী সেক্টরে ব্যবসায়ীরা ঢুকে পড়লে সেটা আর সেবাদানকারী প্রতিষ্ঠান থাকে না ।

ব্যবসায়ীরা আর কিছু বুঝুক না বুঝুক - টাকা বুঝে ভাল ।
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৯
278286
মামুন আব্দুল্লাহ লিখেছেন : এছাড়া একজন রোগী হসপিটালে বা ডাক্তারের চেম্বারে গেলে ডা: রোগীকে জিজ্ঞাসা করেন যদি মহিলা রোগী হয় -আপনার স্বামী কি করেন কোথায় থাকেন যদি তাদের অর্থনৈতিক অবস্থার কথা ভালো বলেন তাহলে ডাক্তার তার ইচ্ছামতো কিছু টেষ্ট দিয়ে বলবে এগুলো আপনাকে করাতেই হবে । তারপর দীর্ঘমেয়াদী কিছু মেডিসিন দিয়ে দেন যাতে লেখা থাকে চলবে । পুরুষ রোগী মহিলা রোগী সবার ক্ষেত্রে ডাক্তাররা একই ফর্মূলা প্রয়োগ করেন । এটা শুধু আমাদের দেশেই লক্ষ্য করা যায় । একজন ডাক্তার রোগীর সেবা করার বদলে দিনের পর দিন নিজের স্বার্থের জন্য যেটার কোনোই প্রয়োজন নেই তাও রোগীর ওপর চাপিয়ে দিয়ে অতিরিক্ত পয়সা নিয়ে যাচ্ছেন । তাছাড়া ওষধ কোম্পানীগুলোর মেডিক্যাল রিপ্রেজেন্টটেটিভদের বিভিন্ন লোভনীয় অফারের কারনে সেই ধবলটা রোগীদের ওপর দিয়ে এসব ডাক্তাররা প্রয়োগ করে । আজ দেশের মানুষ ডাক্তারদের কাছে অসহায় কারন তাদের যে কিছুই করার থাকে না । অসুস্থ্য হলে ডাক্তার ও হসপিটাল যাওয়া ছাড়া যে আর কোনো উপায়ও নেই এসব ভোক্তভোগী মানুষদের ।
অনেক ধন্যবাদ । ভালো থাকুন
336275
১৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৪২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : টাকা দিয়েও ভাল সেবা পায় না অনেক হাসপাতালে। পদে পদে হয়রানি..
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১১
278287
মামুন আব্দুল্লাহ লিখেছেন : কিভাবে সেবা পাবে বলেন ?

এছাড়া একজন রোগী হসপিটালে বা ডাক্তারের চেম্বারে গেলে ডা: রোগীকে জিজ্ঞাসা করেন যদি মহিলা রোগী হয় -আপনার স্বামী কি করেন কোথায় থাকেন যদি তাদের অর্থনৈতিক অবস্থার কথা ভালো বলেন তাহলে ডাক্তার তার ইচ্ছামতো কিছু টেষ্ট দিয়ে বলবে এগুলো আপনাকে করাতেই হবে । তারপর দীর্ঘমেয়াদী কিছু মেডিসিন দিয়ে দেন যাতে লেখা থাকে চলবে । পুরুষ রোগী মহিলা রোগী সবার ক্ষেত্রে ডাক্তাররা একই ফর্মূলা প্রয়োগ করেন । এটা শুধু আমাদের দেশেই লক্ষ্য করা যায় । একজন ডাক্তার রোগীর সেবা করার বদলে দিনের পর দিন নিজের স্বার্থের জন্য যেটার কোনোই প্রয়োজন নেই তাও রোগীর ওপর চাপিয়ে দিয়ে অতিরিক্ত পয়সা নিয়ে যাচ্ছেন । তাছাড়া ওষধ কোম্পানীগুলোর মেডিক্যাল রিপ্রেজেন্টটেটিভদের বিভিন্ন লোভনীয় অফারের কারনে সেই ধবলটা রোগীদের ওপর দিয়ে এসব ডাক্তাররা প্রয়োগ করে । আজ দেশের মানুষ ডাক্তারদের কাছে অসহায় কারন তাদের যে কিছুই করার থাকে না । অসুস্থ্য হলে ডাক্তার ও হসপিটাল যাওয়া ছাড়া যে আর কোনো উপায়ও নেই এসব ভোক্তভোগী মানুষদের ।
অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকুন
336288
১৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৫ রাত ১২:১০
278164
আফরা লিখেছেন : সঠিক বলেছেন ধন্যবাদ ।
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১২
278288
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ভালো লাগার জন্য ধন্যবাদ । ভালো থাকুন
336435
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৫
প্যারিস থেকে আমি লিখেছেন : তারপর যদি ঠিক মত চিকিৎসা পাওয়া যেত।
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩২
278294
মামুন আব্দুল্লাহ লিখেছেন : কিভাবে পাবে বলেন একজন মানুষ একদিকে অসুস্থ্য হয়ে তার মনমানসিকতা এভাবেই ভালো থাকে না তার ওপর ডাক্তারদের চাপিয়ে দেয়া টেষ্ট আর অপ্রয়োজনীয় মেডিসিন ।
এছাড়া একজন রোগী হসপিটালে বা ডাক্তারের চেম্বারে গেলে ডা: রোগীকে জিজ্ঞাসা করেন যদি মহিলা রোগী হয় -আপনার স্বামী কি করেন কোথায় থাকেন যদি তাদের অর্থনৈতিক অবস্থার কথা ভালো বলেন তাহলে ডাক্তার তার ইচ্ছামতো কিছু টেষ্ট দিয়ে বলবে এগুলো আপনাকে করাতেই হবে । তারপর দীর্ঘমেয়াদী কিছু মেডিসিন দিয়ে দেন যাতে লেখা থাকে চলবে । পুরুষ রোগী মহিলা রোগী সবার ক্ষেত্রে ডাক্তাররা একই ফর্মূলা প্রয়োগ করেন । এটা শুধু আমাদের দেশেই লক্ষ্য করা যায় । একজন ডাক্তার রোগীর সেবা করার বদলে দিনের পর দিন নিজের স্বার্থের জন্য যেটার কোনোই প্রয়োজন নেই তাও রোগীর ওপর চাপিয়ে দিয়ে অতিরিক্ত পয়সা নিয়ে যাচ্ছেন । তাছাড়া ওষধ কোম্পানীগুলোর মেডিক্যাল রিপ্রেজেন্টটেটিভদের বিভিন্ন লোভনীয় অফারের কারনে সেই ধবলটা রোগীদের ওপর দিয়ে এসব ডাক্তাররা প্রয়োগ করে । আজ দেশের মানুষ ডাক্তারদের কাছে অসহায় কারন তাদের যে কিছুই করার থাকে না । অসুস্থ্য হলে ডাক্তার ও হসপিটাল যাওয়া ছাড়া যে আর কোনো উপায়ও নেই এসব ভোক্তভোগী মানুষদের ।
তারপরও তো যদি অনন্ত সেবা পাওয়া যেতো ।
অনেক ধন্যবাদ ভালো থাকুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File