!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব-১১) =========================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৬ আগস্ট, ২০১৫, ০৬:২৬:২৮ সন্ধ্যা



এখন প্রতিদিন স্কুলে যাই নিলা আমার সাথি । মহিদুল সেই যে স্কুল ছেড়েছে আর কখনো স্কুলের বারান্দা দিয়ে যায়নি।

প্রতিদিনকার মতো আজকেও স্কুলে যাচ্ছি কিন্তু হটাত একটা দুঃসংবাদ আসলো । খয়রা পাড়ার আমাদেরই এক ক্লাশমেট ( নাম ভুলে গিছি ) মেয়েটির। স্কুলে যাবার নাম করে খুব ভোরে বাড়ী থেকে বের হয়েছে তারপর স্কুলের কাছাকাছি বিশাল বড় একটা জামগাছে উঠেছিল । তারপর সেখান থেকে পড়ার সাথে সাথে মারা গেছে।

আমরা কি স্কুলে যাব !

আশপাশ শত শত ছেলে মেয়েরা সেখানে জড়ো হয়েছিল অকাল মৃত্য মেয়েটাকে দেখতে।

করুন মৃত্য , জাম গাছের থেকে পড়ার সাথে সাথে মাথা দিয়ে রক্তক্ষরনেই মেয়েটি মারা গেছে।

এই শোক না সামালতেই আবারও সেই জাম গাছ এর কাছে , তরমুজ বোঝাই ট্রাক উল্টে গেছে।

কতজাহেল লোক ছিল এরা, অন্য কোন গাড়ি না পেয়ে তরমুজ ভর্তি ট্রাকের ছাদে মহিলা উঠাইয়াছিল।



ট্রাকটা এমন ভাবে উল্টেছিল যে মেয়টার মুখমন্ডলসহ মাথাটা বাইরে বাকিটা ট্রাকের রেলিংয়ে চাপা দিয়ে রেখেছে।

এতসুন্দর চেহারা মেয়েটার আজও স্মৃতিচারন করলে সেই চেহারাটা চোখের সামনে ভেসে উঠে।

অনেক ঘন্টা পর ঝিনাইদাহ থেকে সাংবাদিকরা এসেছিল ক্রান এনেছিল তারপর মেয়েটিকে বের করেছিল।



একটা কথা আজও ভুলি নাই , আমাদের ক্লাশমেট রবিন্দ্র ( সম্ভবত ওর নাম ছিল রবিন্দ্রনাথ) বাবার সাথে ওদের দোকানে হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো আবার আমাদের সাথে স্কুলে যেতো এবং প্রিতিদিনকার পড়া মুখস্ত করে আসতো।

একবার কোন কারনে সেকেন্ট স্যারের ক্লাশের কবিতা মুখস্ত করতে পারিনাই ।

স্যার এসে জিজ্ঞাসা করলে পর পান্না নামে একটা মেয়ে ছাড়া আর কেউ মুখস্ত করতে পারেনি। আজকে রবিন্দ্ররও মুখাস্ত হয়নি।

আমার রোল নাম্বার দুই ছিল তাই আমার কখনো এমন হতো না।

স্যার সবাইকে দাড় করিয়ে পান্নাকে ডাক দিল ।

তুই সব গাধাগুলির কান মলে দিবি যা এখনই মল।

আশ্চার্য পান্না একটা মেয়ে আজকে আমাদের কান মলবে তা কি করে হয় ! তাছাড়া পান্নাও চাচ্ছিলনা এমন কাজ করবে ।

স্যার মাইরের ডর দিলে পর এক এক করে কান মলতে লাগলো !!

সে কি দৃশ্য মন থেকে কয়েকদিন ভুলি নাই।

সত্য বলতে পান্না আমার কান মলার সময় চোখে পানি টলমল করছিল পরে দঃখিত বলেছিল।

স্কুলের কাছে বাকা খেজুর গাছটার কথা আজও মনে পড়ে । সেখানে আমরা আড্ডা দিতাম । প্রাইমারী স্কুলের স্মৃতি সত্যি মনে রাখার মতো

পরবর্তি পর্বে দেখা হবে

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336227
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
নাবিক লিখেছেন : অনেক ভাল্লাগলো+++
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
278118
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ধন্যবাদ
336232
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
নারী লিখেছেন : অনেক ভালো লাগলো।
গঠনা কি সত্যি?
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
278119
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ১০০ ভাগ সত্যি
ধন্যবাদ
১৬ আগস্ট ২০১৫ রাত ১০:০৮
278142
নারী লিখেছেন : ও
তাই ভাবছিলাম
আপনাকেও ধন্যবাদ
336237
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হাহাহা খুব সুন্দর স্মৃতি । চালাতে থাকুন। ভালো লাগতেছে
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
278120
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
১৬ আগস্ট ২০১৫ রাত ১০:২৭
278144
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
336244
১৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২০
শেখের পোলা লিখেছেন : আমাদের আমলেও কান মলামলি ছিল৷কোন কোনদিন কানমলতে মলতে হাত ব্যাথা হয়ে যেত৷ শৈশবের কথা মনে করিয়ে দিলেন৷ আপনি তাহলে ঝনেদার মানুষ৷ধন্যবাদ৷
১৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৮
278128
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি ভাই আমি ঝিনাইদাহর
আপনাকে অনেক ধন্যবাদ
336247
১৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৪
হতভাগা লিখেছেন : কান মলা আমাকেও দিতে বলা হয়েছিল । এমন একটা লম্বা ছেলের কান মলা দিতে হয়েছিল যার জন্য আমাকে বেন্চে দাঁড়াতে হয়েছিল ।

স্যারদের কথায় সহপাঠিদের সাথে এরকম জিনিস আমার কখনই ভাল লাগতো না । এটা খুবই ইন্সাল্টিং , এমনও হতে পারে যে সে আপনার খুব ভাল বন্ধু ।
১৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৯
278129
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি সহমত
কিন্তু তখনকার স্যাররা এমনই করতো
ধন্যবাদ
336282
১৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : স্মৃতি কখনো বেদনার কখনো বা আনন্দের-আপনার স্মৃতিচারণ ভালই লাগছে। ধন্যবাদ
১৬ আগস্ট ২০১৫ রাত ১০:২৭
278145
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
336301
১৭ আগস্ট ২০১৫ রাত ১২:০৬
আফরা লিখেছেন : আমার ও ছোট বেলার অনেক কথা মনে পড়ে আমি গেন্ডারিয়া আর্দশ একাডেমীতে পড়তাম ভ্যানে করে যেতাম ভ্যানের ড্রাইভারকে মামা ডাকতাম।আর ও অনেক কথা অনেক কথা মনে পরে ,কিছু কথা মনে করে খুব আনন্দ পাই আবার কিছু কথা মনে পরে খুব কান্না আসে ।

আপনার স্মৃতিকথা খুব ভাল লাগছে ধন্যবাদ ভাইয়া ।
১৭ আগস্ট ২০১৫ সকাল ১০:১৩
278206
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপু আপনার সাথে সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
336333
১৭ আগস্ট ২০১৫ রাত ০২:৫০
নৈশ শিকারী লিখেছেন : ভালো লাগলো
১৭ আগস্ট ২০১৫ সকাল ১০:১৩
278207
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File