পুত্রের লুংগি বিলাস........

লিখেছেন লিখেছেন সাদিয়া মুকিম ১৬ আগস্ট, ২০১৫, ০৬:৩৩:২৫ সন্ধ্যা



পুত্র আমার ভীশন মিশুক স্বভাবের। অল্পতেই সবার সাথে মিশে যেতে পারে! আমাদের যাওয়া উপলক্ষে আমরা সব ভাই বোন একত্রিত হয়েছিলাম। তাই বিচ্ছুদের দিয়ে পরিপূর্ণ ছিলো বাসা ।পুত্রেরও সংগীর অভাব হয়নি!

বড় ভাইয়ার ছেলে সহীহ এবং বোখারী আর মেঝ ভাইয়ার ছেলে উমায়ের এর সাথে ছিলো তাঁর খুব ভাব! একসাথে খেলা করা থেকে শুরু করে খাওয়া, ঘুম নামাযও পড়তে যেতো সবাই মিলে!

দেশে অত্যন্ত গরম পড়েছিলো শুনে আমি পুত্রের জন্য একটি মাত্র ফুলপ্যান্ট নিয়েছিলাম, বাকি গুলো থ্রি কোয়ার্টার (হাঁটুর নিচ পর্যন্ত) !

চার ভাই মিলে একসাথে মসজিদে নামাযে গিয়েছিলো। নামাজ শেষ করে এসেই বোখারীর তুমুল অভিযোগ! ফুপি, ওকে পান্জাবি পায়জামা পড়িয়ে মসজিদে নিতে হবে! সবাই ওর এই হাফপ্যান্ট এর দিকে খুব খারাপভাবে তাকিয়ে ছিলো!

আমি বলেছিলাম, হাফপ্যান্ট নাতো। থ্রি কোয়ার্টার! ওর তো সতর ঢাকা ছিলো! সমস্যা কোথায়?

আমাদের মসজিদে পা দেখা যায় এমন প্যান্ট পড়ে গেলে সবাই মাইন্ড করে!

কি আর করা। পরের বার পুত্র পান্জাবী -পায়জামা পড়েই গেলো! এবারেও নামাজ শেষে বোখারী হন্তদন্ত হয়ে ঢুকলো! কি ব্যাপার আবার কি ঘটলো? চিন্তাক্লিষ্ট হয়ে আমিও শুনতে চাইলাম!

ফুপি, মুয়াজ তো ঠিক ভাবে নামাজ পড়ে না! যতবার তাকবীর দেয় ইমাম ও ততবার হাত তোলে! জোরে আমীন বলে! সবাই নামায শেষ করে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করছিলো ও কোথা থেকে এসেছে? কোথায় এই নামায শিখেছে! আমার তো ভয় হচ্ছে ওকে না কেউ শিয়া মনে করে! আমার আর আব্বুর প্রেস্টিজটা এক বার চিন্তা করেন?

গম্ভীরভাব বজায় রেখে বললাম, তাকবীরে হাত উঠানো এটা তো সুন্নাহ ! একে রফউল ইয়াদাইন বলে! ফাতিহা শেষে ইমামের আমীন, মুক্তাদীর আমীন যদি একসাথে ফেরেশতাদের আমীনের সাথে মিলে যায় তাহলে পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হয়! আমরা নিজেরাও এমন করে থাকি!

ভাতু্ষ্পুত্র এবার খুব বিব্রত হলো! ফুপি ভুল হলো এটা স্বীকার না করে আবার ভুলের মাশুল গাইলো! যাই হোক সেদিনের মতো এখানেই এই টপিক শেষ হলো!

পুত্র আমার কি বুঝলো জানি না অন্তত এই টুকু বুঝেছে তাঁর নামাযের সাথে মসজিদের মুসুল্লি সর্বোপরি ইমাম(তাঁর মামা) সবার সাথে কিছুটা পার্থক্য আছে! বুদ্ধি করে সেও সবার সাথে সমান্জস্যশীল নামায পড়তে লাগলো!

দেশে বাসার ভিতর সবাই লুংগি পড়েন। এই বিষয়টা পুত্রের নজরে এড়ায়নি! হঠাৎ ভরা মজলিসে সে বলে বসলো, তাঁর ঘরের ড্রেস লাগবে!

হত বিহবল দৃষ্টিতে আমি তাঁর দিকে ক্ষানিক তাকিয়ে বললাম, তোমার তো অনেকগুলি ঘরে পড়ার ড্রেস আছে! আমাকে অবাক করে দিয়ে সে বললো, কই আমার তো একটাও লুংগি নাই!

উপস্থিত সবার মাঝে হাসির রোল বয়ে গেলো! ভাবিজ্বি তড়িৎ গতিতে আলমারি খুলে একখান চকচকে ছোট লুংগি বের করে আনলেন! সহীহ এর সুন্নাহ করার সময় কেনা লুংগিটা তখনো ইনটেক ছিলো! পুত্র তো লুংগি পেয়ে বেজায় খুশি! সাথে সাথেই পরিধান করলো! কিন্তু কোন ভাবেই সুন্দর করে পরতে পারছিলো না। লুঙ্গি গিঁট দিতে গিয়ে এমন উপরে উঠে যাচ্ছিলো তখন ওটাকে মিনি স্কার্ট মনে হচ্ছিলো! যাই হোক সবার সহায়তায় সে কোনোরম লুংগি পড়লো! আয়নার সামনে ঘুড়িয়ে ফিরিয়ে দেখলো, নাহ! খারাপ তো লাগছে না!

আমার কন্যা তাঁর ভাইকে উপাধি দিলো বিদেশী ফকির! তবু পুত্র এতোটুকু দমে যায় নি!

স্যান্ডেল পায়ে যখন সে বাইরে যেতে চাইলো, তখন আমি কিছুটা ভড়কে গেলাম! বললাম - বাবা, লুংগি তো ঘরের ড্রেস এটা পরে কেউ বাইরে যায় না!

তাঁর ঝটপট উত্তর- আমি অনেককেই দেখেছি লুংগি পড়ে বাইরে ঘুরতে! কিচ্ছু হবে নাহ! বলেই সে বাইরে চলে গেলো! এক চক্কর দিয়ে এসে বললো , আম্মু বাংলাদেশী এই ড্রেসটা আমার জন্য বেশি করে কিনবে আমি ইতালি নিয়ে যাবো!

নাতির লুংগি বিলাস দেখে নানী অতিসত্বর জরুরি পরোয়ানা জারী করে তৎক্ষনাত আর কয়েকটি লুংগি কেনার ব্যবস্থা করলেন! পুত্র এই অসাধারণ উপহার পেয়ে খুশীতে বিগলিত হয়ে উঠলো!

বারবার সবাইকে লুংগি পরিয়ে দাও বলাটা কষ্টজনক! তাই পুত্র এবার দারুন এক বুদ্ধি বের করলো! লুংগির উপর একটা বেল্ট বেঁধে নিলো ! এতে করে সে গিঁট দিয়ে বাঁধতে না পারলেও বেল্টের কারণে ঠিকই লুংগি বাঁধা হয়ে গেলো!

লাগেজ করার সময় সবার আগে পুত্র আমার তাঁর লুংগিটি রেখেছিলো পরম যতনে......................... Music

বিষয়: বিবিধ

১৯৩৩ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336226
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
নাবিক লিখেছেন : আহ! সত্যিই আপু লুঙ্গির সাথে অন্য কিছুর তুলনাই চলেনা। এইটা আপনার ছেলে ভালোই বুঝেছে। :-)
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
278110
নারী লিখেছেন : লুঙির গিটটা খুলে গেলে কি হয় সেটাও সব পুরুষই বুঝে
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১২
278112
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! আমার পুত্রের বয়স মাত্র ৯ বছর! সবাইকে পরতে দেখে তাঁর ভালো লেগেছে এটাই কারণ! আমি পুত্রকে এপ্রিশিয়েট করি!

স্বতস্ফুর্ত অনুপ্রেরণার জন্য আন্তরিক শুকরিয়া জানবেন!জাযাকাল্লাহু খাইর!Good Luck
336228
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
নারী লিখেছেন : হা হা হা।অসম্ভব মজা পেলাম।
সবচেয়ে ইন্টারেস্টিং হলো লুঙি বেল্টের সাথে পড়া,
এটা একটা নতুন স্টাইল হলো Tongue
ধন্যবাদ।
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
278113
সাদিয়া মুকিম লিখেছেন : সালাম আপু! বেল্ট লাগানোর বুদ্ধি ওর নিজের আবিষ্কার! ওর ভালোলাগার লুংগিকে এপ্রিশিয়েট করি আমিHappy

আপনাকেও অনেক অনেক শুকরিয়া আপু! জাযাকিল্লাহু খাইর!Good Luck
336230
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১২
তাসনুভা লিখেছেন : Happy
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
278114
সাদিয়া মুকিম লিখেছেন : শুধু হাসি? হব্বে নাহ! Crying Crying Crying

তোমাকে ছবি পাঠাচ্ছি দাঁড়াও Happy
336235
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : রাস্তায় যে একবার লুঙ্গি খুলে পড়েছিলো সেটা বুঝি পরের পর্বে আসবে আপু? Big Grin Big Grin Big Grin Big Grin
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:২৩
278335
সাদিয়া মুকিম লিখেছেন : আমার পুত্র কে কি ভাবেন? :Thinking হি ইজ এ স্মার্ট বয়!Angel লুংগি পরিধান করিলেও আন্ডারওয়ার পরিধান করা ছাড়ে নাই!Happy

Good Luck
336242
১৬ আগস্ট ২০১৫ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : অনেকেই তার জাতীয় ড্রেস বিদেশে পরতে লজ্জা পায়না৷ লঙ্কানরা জাতি সংঘেও লুঙ্গী পরে যেতে পারে৷ কিছু আফ্রিকানকে দেখেছি লুঙ্গীর মতই ড্রেস পরে বাইরে বেড়াতে৷ বার্মিজদের অনেকেও লুঙ্গী পরে চলা ফেরা করে৷ আর বাঙ্গালী লুঙ্গী পরে বাইরে যেতে লজ্জাবোধ করে৷আমি লুঙ্গীপরে বারান্দার নীচে নামলে আমার ছেলেমেয়েদেরও লজ্জায় মাথা কাটা যায়৷আমার লজ্জা নেই বরং গর্ববোধ করি৷ একবার বাসার কাছেই গ্রোসারীতে লুঙ্গীপরে গিয়ে জিলাপী প্রাইজ পেয়েছিলাম৷(আমিও বিদেশেইই থাকি)৷
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩২
278187
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? অনেক দিন ব্লগে আপনাকে দেখিনি।
১৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
278327
শেখের পোলা লিখেছেন : আলহামদু লিল্লাহ, ভাল আছি৷ আমি কয়েক ফেমিলি সহ ১২ দিনের এক ট্যুরে আলবার্টা আর ব্রিটিশ কলম্বিয়া গিয়েছিলাম৷ তাই ঐ কদিন ব্লগে ছিলামনা৷ ভাল থাকেন৷
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৩১
278336
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ভাইয়া!

পুত্রের মাঝেও কোনোরকম লজ্জা অনুভব দেখিনি আমি! বরং সে বলছিলো ছবি তুলে তার ক্লাস ফ্রেন্ডদের গ্রুপে সেন্ড করতে! সে যে একটা নতুন ড্রেস পরেছে এটা তাকে খুবই আনন্দ দিয়েছে! অবশ্য দেশপ্রীতি হয়তো এখনো তাঁর সেভাবে জন্মে ওঠেনি!

আমার হাসব্যান্ড একবার বাসায় লুংগি পরা অবস্থায় ছিলো, এমন সময় আমাদের খুব বন্ধুভাবাপন্ন প্রতিবেশী আসলেন, উনি আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করছিলেন, তুমি কি লং স্কার্ট পড়েছো? এরপর থেকে এচারা এমন লজ্জা পেয়েছিলো যাও আগে টুকটাক লুংগি পরে নিচে নামতো সেটাও বন্ধ হয়ে গেলো!
গ্রোসারীতে লুঙ্গীপরে গিয়ে জিলাপী প্রাইজ পাওয়ার ঘটনা টা জানতে ইচ্ছে করছে! উযোগ পেলে লিখবেন আশাকরি!

জ্বি ভাইয়া, আপনি সম্ভবত কানাডা থাকেন!

আলবার্টা আর ব্রিটিশ কলম্বিয়া সফরের বিবরণী নিয়ে আশাকরি পোস্ট পড়ার সুযোগ করে দিবেন!

জাযাকাল্লাহু খাইর!Good Luck Praying
336243
১৬ আগস্ট ২০১৫ রাত ০৮:১৮
হতভাগা লিখেছেন : লুঙ্গি পড়া শিখেছে , এখন লুঙ্গি ড্যান্স দেওয়া শুরু হবে
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪১
282115
আবু জারীর লিখেছেন : বাচ্চাদের ড্যান্স দিতে বা খেলাধুলা করতে বাঁধা নেই। সমস্যা হল ছোটদের কাজ এখন বড়রা করছে।

বাচ্চারা ল্যাংটা হলেও দোষের কিছু নাই কিন্তু বাচ্চাদের পরিবর্তে মধ্য বয়স্ক বয়স্কারা ল্যাংটা হচ্ছে তা দেখার জন্য আবার ১৫০০০ টাকার টিকেটও লাগছে!
336284
১৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লুঙ্গির মত আরামদায়ক ড্রেস আর নাই। আপনার পুত্র সঠিক জিনিস খুজে পেয়েছে। ইটালিতে যদি লুঙ্গি রপ্তানির সুযোগ হয় তাতে দেশের অনেক লাভ হবে। প্রয়োজন হলে আমাকে বলবেন!!!
মসজিদের বিষয়টা অনেক দুর্ভাগ্যজনক নিজেদের আমরা এতই সহিহ মনে করি যে একটা শিশুকে ভয় দেখাতে পারি।
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৮
278339
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।
আপনার কমেন্টে ব্যাপক আনন্দ পেলাম ভাইয়া! জামা-কাপড়ের কিছু বিজনেস অনেকেই খুলেছিলেন কিন্তু লাভ করতে পারেন নি! জনগন কেনার সময় কত টাকার জিনিষ কতো ইউরোতে কিনছেন এটা বেশি চিন্তা করেন তাই ব্যবসায়ীদের লস হচ্ছে!

মসজিদের বিষয়টার জন্য আমারো খারাপ লেগেছিলো যাই হোক অন্তত কিছু বিষয় মানুষ জেনেছে, আলোচনা করেছে আমার পুত্রের কারণে এটাই সান্তনা!
জাযাকাল্লাহু খাইর! Good Luck
336292
১৬ আগস্ট ২০১৫ রাত ১০:৩৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমীন আস্তে ও জোরে দু'প্রকারের হাদীস যেহেতু আছে, ইচ্ছাধীন। আস্তে বললেও ফেরেস্তা ও ইমামের সাথে মিলে, জোরে বললেও, কেননা সবাই ওয়ালাদ্দোয়াল্লীন এর পরপরই আমীন বলে।
যেহেতু আমাদের দেশে আস্তে বলার প্রচলন আগে থেকে চলে আসছে, তাই কোন প্রবাসী হটাৎ করে জোরে বললে সবাই তার দিকে একটু তাকাবে এটাই স্বাভাবিক।
রাফে ইয়াদাইনের ব্যপারেও একই কথা বলবো।
শেষের দিকে এসে লুঙ্গী ভাগিনাকে লুঙ্গী পরা অবস্থায় দেখতে বড়ই ইচ্ছে হচ্ছে, জানি না এই শখ পূরন হবার কি না!
সবার জন্য সালাম ও দোয়া রইল।
সুন্দর পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ
জাযাকিল্লাহ খাইর
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৪২
278341
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ !
আমাদের দেশের মানুষদে রসবচাইতে বড় প্রবলেম হলো উনারা যেটা প্র‍্যাকটিস করে আসছেন তার বিপরীত কিছু করতে বা শুনতে দেখলে মারাত্নক রিয়াক্ট করে এমনকি ভুল বলতেও পিছপা হয় না! এটাই খারাপ লাগে! অথচ একই বিষয়ের উপর কতোগুলো হাদীস বর্নিত আছে তাই না?

আমাদের সবার জন্য দোআ করবেন! আপনার আন্তরিক সালাম ও দোআ পৌঁছে দেয়া হলো!

বারাকাল্লাহু ফিক! Good Luck Praying
336297
১৬ আগস্ট ২০১৫ রাত ১১:৫১
আফরা লিখেছেন : আপু আপনাদের পরিচিত শ্রীলঙ্কার কেউ থাকলে তাদের কাছ থেকে লুঙ্গী পড়া শিখে ওকে শিখিয়ে দেন । এদের লুঙ্গী পরার স্টাইলটা ও সুন্দর খুলে যাবার সম্বাবনাও অনেক ।

ভাল লাগল ধন্যবাদ ।
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৪
278342
সাদিয়া মুকিম লিখেছেন : আমার পরিচিত কেউ নাই শ্রীলংকান নাই আপু!

"খুলে যাবার সম্বাবনাও অনেক" - বুঝলাম না! Tongue

তোমাকেও শুকরিয়া আপু!Good Luck
১০
336332
১৭ আগস্ট ২০১৫ রাত ০২:৪৯
নৈশ শিকারী লিখেছেন : Lol
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৪
278343
সাদিয়া মুকিম লিখেছেন : Happy Praying Good Luck

জাযাকাল্লাহু খাইর!
১১
336341
১৭ আগস্ট ২০১৫ রাত ০৪:৪৭
এলিট লিখেছেন : আপনার বর্ননা সবসময়ই সুন্দর। এবার নামগুলোও সুন্দর হয়েছে। সহই-বুখারী যে কোন দুই ভাইয়ের নাম হতে পারে সেটা কখনো ভাবিনি। বিদেশী ফকির নামটি বেশ মজার। আর মুয়াজের আইডিয়া - "লুঙ্গির সাথে বেল্ট", অসাধারন
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৭
278345
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ভাইয়া!

দীর্ঘ বিরতির পর লিখছি খুব সময় লেগে যাচ্ছে! আপনারা যে কষ্ট করে পড়ছেন এতেই সান্তনা!

আমার বড় ভাইয়ার দুই ছেলে, ওদের নাম ই -সহীহ, বুখারী!

বিদেশী ফকির নামট আমার কন্যা তার ভাইকে দিয়েছে Worried

"লুঙ্গির সাথে বেল্ট" বাঁধার প্রক্রিয়ায় আমরাও খুব মজা পেয়েছি!
দোআ করবেন আমাদের জন্য! আন্তরিক উপস্থিতি ও মন্তব্যের জন্য অনেক অনেক শুকরিয়া!

জাযাকাল্লাহ খাইর! Good Luck
১৭ আগস্ট ২০১৫ রাত ১১:২০
278364
আবু জান্নাত লিখেছেন : সহই-বুখারী এই নামগুলো শুনে আমার মনে প্রশ্ন জাগছিল, রূপক নাকি আর্জিনাল!
Good Luck Good Luck Good Luck
২০ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৫
278824
সাদিয়া মুকিম লিখেছেন : আমার বড় ভাইয়ের দুই পুত্র - সহীহ এবং বোখারী! একদম অরিজিনাল নাম ভাইয়া! Good Luck
১২
336349
১৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:২০
ফাতিমা মারিয়াম লিখেছেন : বেশ মজা পেলাম। Big Grin আফনানের আরেক নাম কি মুয়াজ?
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ Rose
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৯
278346
সাদিয়া মুকিম লিখেছেন : জ্বি আপু! দেশে ওর ফুপিরা মুয়াজ ডাকে! তবে আমরা সবাই আফনান ডাকি!

আপনাকেও প্রাণঢালা শুকরিয়াGood Luck Love Struck
১৩
336407
১৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, অনেক ধন্যবাদ
১৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৯
278347
সাদিয়া মুকিম লিখেছেন : আপনাকেও শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর!Good Luck Praying
১৪
336752
১৯ আগস্ট ২০১৫ রাত ১২:৩০
দ্য স্লেভ লিখেছেন : আমি ছোটবেলায় লুঙ্গী পরে বিপদ পড়েছি। তারপরও কখনও কখনও ভালো লাগত। বড় হয়ে লুঙ্গী পরা হয়না। কখনও বাড়িতে গেলে গোসল করার সময় পরতাম। এর একমাত্র কারন আমার শুধু মনে হয় যদি হঠাৎ কোনো বিপদে পড়ি এই জিনিস নিয়ে নিজেই আরও বিপদে পড়ব Happy কেউ যদি আমাকে মারতে আসে বা এরকম পরিস্থিতি সৃষ্টি হয়,তাহলে নিজেই বিপদে পড়ে যাব...
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫৪
281157
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

হাজিরা দেয়ার জন্য শুকরিয়া ভাই আপনাকে!শুনলাম বন জংগলে ঘুরে বেড়াচ্ছেন সাপ-আর ব্যাং খাওয়া অভিযানে? সাথে জিপিএস নিতে ভুলবেন না যেনো!

শুভকামনা রইলো!Good Luck
১৫
339850
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:০৭
এ,এস,ওসমান লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫৫
281158
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

অনেক অনেক শুকরিয়া! শুভ কামনা রইলো!Good Luck
১৬
340093
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা, আপনার লিখাটা পড়ে হাসি ধরে রাখতে পারলাম না, আপনার ছেলের জন্য দোয়া রইলো। আরব দেশগুলোতেও জোরে আমিন বলে, এটাই রাসুলের সুননাহ, আর এখানে অনেকেই দেখি সব রাকাতেই তাকবিরের জন্য হাত তোলে, তবে আমিও দেশে গেলে জোরে আমিন বলবো ভাবতেছি।
বড় ভাইয়ার ছেলে সহীহ এবং বোখারী দুনিয়াতে বুঝি আর নাম খুজেই পাইলোনা? শেষ পরযনত হাদিসের নামগুলোও দখল করলো, কপাল ভাল "কোরান" নাম রাখেনি!!!
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৮
281555
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। আপমি আনন্দ পেয়েছেন তাতেই এই ক্ষুদ্র লিখাটির স্বার্থকতা।

আমিন জোরে বলে মুসুল্লিদের আক্রমনের শিকার হতে পারেন যেহেতু উনাদের প্রাক্টিস নেই!

নাম গুলো আপনার পছন্দ হয় নি বুঝি?

জাযাকাল্লাহু খাইর!Good Luck
১৭
340436
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : তুমি তো সামান্য ব্যাপারটাও এত চমৎকার বর্ণনা দাও যে তাই জাদু মনে হয়। ছেলে তো মায়ের মতই মনে হচ্ছে। Happy
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:০৩
281946
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম । অনেকদিন পর তোমাকে পেলাম! দেশ থেকে এসেছি প্রায় ১ মাস হয়ে গেলো কিন্তু মন মানসিকতা ভালো হচ্ছে না! আপনজনদের মিস করছি প্রতিমুহূর্ত! মাঝে মাঝে ব্লগে আসি সবাইকে পেলে ভালো লাগে!

দোআ রেখো আমাদের জন্য! শরীর ভালো তো_? Good Luck
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৪
282077
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সমস্যাটা একটু জটিল. মেরুদন্ডের 3 টা হাড় বাম দিকে সরে গেছে. থেরাপি রেগুলার চালু থাকলে মোটামোটি সুস্হ থাকি বাদ দিলে আবার একটু করে সমস্যা শুরু হয়. সাথে তো আবার পুরনো সার্জারির সমস্যাটা আছেই. সারতে সময় লাগবে অনেক. ফিজিওথেরাপির উপর আমার নিজেরও কিছু কোর্স করা আছে তাই সমস্যাগুলো নিজেই ধরতে পারি. এত কম বয়সে এসব হওয়াটা রেয়ার. আমার ফিজিও রাজিয়া আপু খুব ধার্মিক মহিলা আমাকে খুবই আদর করেন. ইসলাম এর নানান বিষয় নিয়ে জানতে চান, সব রকম কথাই বলেন. দেখা যাক বাকিটা আল্লাহর হাতে.
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৫
282078
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সমস্যাটা একটু জটিল. মেরুদন্ডের 3 টা হাড় বাম দিকে সরে গেছে. থেরাপি রেগুলার চালু থাকলে মোটামোটি সুস্হ থাকি বাদ দিলে আবার একটু করে সমস্যা শুরু হয়. সাথে তো আবার পুরনো সার্জারির সমস্যাটা আছেই. সারতে সময় লাগবে অনেক. ফিজিওথেরাপির উপর আমার নিজেরও কিছু কোর্স করা আছে তাই সমস্যাগুলো নিজেই ধরতে পারি. এত কম বয়সে এসব হওয়াটা রেয়ার. আমার ফিজিও রাজিয়া আপু খুব ধার্মিক মহিলা আমাকে খুবই আদর করেন. ইসলাম এর নানান বিষয় নিয়ে জানতে চান, সব রকম কথাই বলেন. দেখা যাক বাকিটা আল্লাহর হাতে.
১৮
340699
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৮
আবু জারীর লিখেছেন : বুদ্ধিমতী মায়ের বুদ্ধিমান ছেল।
ধন্যবাদ।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
282122
সাদিয়া মুকিম লিখেছেন : বাস্তবে আমাকে কেউ বুদ্ধিমতী বলে না যাক অন্তত ভার্চুয়ালি জগত থেকে শুনে আনন্দিত হলাম! সপরিবারের জন্য দোআর আবেদন!
জাযাকাল্লাহু খাইর। Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File