মায়ের হাতে ঈদের খাবার মজাই আলাদা !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৮ জুলাই, ২০১৫, ০৪:০০:৪৭ বিকাল

আমার ঈদের রাত ঈদের সকাল ঈদের বিকালগুলো এখনো কেটে যায় ! সেই আগেই মতো করেই ! আগে ঈদের দিনগুলো কাটতো খুব কাছের ও আপনজনদের নিয়ে । চাদ রাতেই ঈদের আনন্দ শুরু হতো নতুন নতুন ঈদের কাপড় আর বাবা মা ভাই বোনদের সাথে ঈদের আনন্দ শেয়ার করার মজাই ছিলো আলাদা । ঈদের দিন সকালবেলা বাবা ভাইয়া ও ছোট ভাইকে নিয়ে ঈদ গায়ে নামাজ পড়ে আবার অন্য রাস্তায় বাসায় ফেরার আনন্দ যে কি সেটা বুঝানো সত্যিই এক অন্যরকম অনুভূতি । নামাজ পড়ে বাসায় এসে কিছু খেয়ে বেরিয়ে যেতাম বন্ধুদের সাথে । সারাদিন থেকে মধ্যরাত পর্যন্ত চলতো বন্ধুদের বাসায় গল্প আর খাওয়ার আড্ডা এক বন্ধুর বাসায় খাওয়া শেষ করে আবার আরেক বন্ধুদের বাসায় এভাবেই সারাদিন পার হতো,আর এখন ঈদ সেটার অনুভুতিও কম কিসে ! প্রথম প্রমথ প্রবাসে আত্নীয়স্বজনের বাসায় ঈদ আনন্দটা কিছুটা শেয়ার করা হতো তবে তা আস্তে আস্তে কমে আসে এখন কিছু বন্ধু আর পরিচিত জনদের নিয়েই কেটে যায় ঈদ আনন্দ ।

আসলে ঈদের আনন্দের মজাই হলো নিজের আপনজনদের সাথে । আপনজনদের সাথে ঈদ আনন্দ সেটার অনুভুতি আপনজনরাই বুঝে । মায়ের হাতের রান্না করা রকমারী সেমাই ভূনা খিচুরী বীফ আর চিকেন ফ্রাই খুব মিস করি তবে এখনো যে তা খাওয়া হয়না তা নয়,অনেকেই ভাবতে পারেন সেমাই আর ভূনা খিচুরী বীফ আর ফ্রাই চিকেন এ এমন কি ! তবে মায়ের হাতে ঈদের রান্নার মজাই যে আলাদা । এখন ঈদটা কাটে নিয়ম পালনের ঈদ রোজার পরে একটি উতসব শুধু এটাই হয় । আর এভাবেই চলছে প্রবাসে আমার ঈদের আনন্দ ঈদ উতযাপন ।

________এম.এ.মামুন

বিষয়: বিবিধ

১২৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330510
১৮ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩১
দুষ্টু পোলা লিখেছেন : Surprised Surprised Surprised Crying Crying
০৫ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫৩
275990
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ।
330543
১৮ জুলাই ২০১৫ রাত ১০:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
০৫ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫৪
275991
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File