টুডেব্লগ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোদ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৮ জুলাই, ২০১৫, ০৪:০৬:৩১ বিকাল



আমি সাত বছর ধরে ব্লগ সাইটগুলো দেখছি । যতগুলো ব্লগ আছে তার মধ্যে টুডে ব্লগে মোটামুটি ভদ্র ও অমায়িক ব্লগার তুলনামূলকভাবে বেশি ।ইদানিং ব্লগ সাইটটার ভিজিটর কমে যাচ্ছে ও ভালমানের লেখা আসছে না ।

কারণ :

১. বার বার ডোমেন নেম বদল হওয়া ।

২. চরম পার্টিজান ও অমার্জিত ব্লগারদের মাল্টি নিক ব্যবহার করে গালি গালাজ মূলক পরিস্হিতির বিস্তার ।

৩. ব্লগ সাইটটা দেখতে দৃষ্টি নন্দন নয় ।

৪. বিভিন্ন উৎসব ও গুরুত্বপূর্ণ মুহুর্তগুলোতে এই সাইটে কোন ব্যানার বা স্টিকি পোস্ট হয় না যা অত্যন্ত দৃষ্টিকটু ।

৫. সর্বোচ্চ মন্তব্যকারী ও সত্যিকার ভিজিটরের নাম ও সংখ্যা ভুলভাবে প্রদর্শন হওয়াও এই সাইটের বড় ধরনের ভুল ।

৬. ব্লগ সাইটটাতে বাবা, মা ও প্রিয় বই নিয়ে প্রতিযোগিতা হয় । খুবই হাস্যকর । এসব প্রতিযোগিতা ক্লাস ফাইভের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য । এই সাইটে বাংলাদেশের ভুরাজনৈতিক অবস্হায় পররাষ্ট্রনীতি কেমন হতে পারে – এমন ধরনের বিষয়ে প্রতিযোগিতা হতে পারে । এই দেশের গাছ-পালা-ফুল-ফল-লতা-পাতা নিয়ে এবং পরিবেশ সচেতনতা নিয়ে প্রতিযোগিতা হতে পারে ।

৭. এই সাইটে মুক্তমনা (নাস্তিকদের সাইট বলে পরিচিত),সদালাপ,নাগরিক ব্লট, ইস্টিশন, – সাইটের মতো কিছু নামকরা ব্লগার ও লেখক জন্ম দিতে পারেনি । কারণ এই সাইটে মুক্তবুদ্ধির চর্চা ও স্বাধীনমত প্রকাশকে বাধাগ্রস্হ করা হচ্ছে । অপর দিকে দিনের পর দিন কিছু ব্লগার ধর্মবিদ্বেষী ও উস্কানীমূলক লেখা লিখেই যাচ্ছে । অনেক ব্লগার দলীয় ও ধর্মীয় মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে এই সাইটটাকে ব্যবহার করছে ।

৮. চরম পার্টিজান ও অমার্জিত কিছু লোক ব্লগ সাইটকে কুলষিত করছে । এর ফলে অনেক ব্লগার আগের মতো লেখালেখি করতে আগ্রহী হচ্ছে না ।

উপরোক্ত কারণগুলো বিবেচনা করে ব্লগ সাইটটিকে টিকিয়ে রাখার স্বার্থে আমার অভিমত ও পরামর্শ :

১. ব্লগ সাইটটির ডোমেন নেম যাতে বার বার বদল না হয় সেজন্য সচেষ্ট হতে হবে ।

২. চরম পার্টিজান ও অমার্জিত ব্লগারদের মাল্টি নিকগুলো ব্লক করত হবে ।

৩. ব্লগ সাইটটাকে দৃষ্টি নন্দন করতে হবে ।

৪. বিভিন্ন উৎসব ও গুরুত্বপূর্ণ মুহুর্তগুলোতে ব্যানার প্রদর্শন ও স্টিকি পোস্ট রাখতে হবে ।

৫. সর্বোচ্চ মন্তব্যকারী ও সত্যিকার ভিজিটরের নাম ও সংখ্যা সঠিকভাবে প্রদর্শন করতে হবে ।

৬. ব্লগ সাইটটাতে হাস্যকর বিষয় নিয়ে প্রতিযোগিতা বাদ দিতে হবে । বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবলার মতো বিষয় নিয়ে প্রতিযোগিতা হওয়া উচিত । এর ফলে লেখক-কবি-সাহিত্যিক তেরী হবে ।

৭. এই সাইট মুক্তমনা (নাস্তিকদের সাইট বলে পরিচিত),সদালাপ,নাগরিক ব্লট, ইস্টিশন, – সাইটের মতো নামকরা ব্লগার ও লেখক যাতে জন্ম দিতে পারে সেজন্য এই সাইটে মুক্তবুদ্ধির চর্চা ও স্বাধীনমত প্রকাশকে বাধাগ্রস্হ কারী ব্লগারদের ব্লক করতে হবে বা তাদের মন্তব্য করার অধিকার রহিত করতে হবে । দলীয় ও ধর্মীয় মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে এই সাইটটাকে যারা ব্যবহার করছে তাদের চুড়ান্তভাবে সতর্ক করতে হবে ।

৮. ব্লগ সাইটটাতে চরম পার্টিজান ও অমার্জিত ব্লগারদের তিরস্কার করতে হবে । এজন্য ব্লগে ব্লগারদের রেংকিং করতে হবে ।রেংক দেখেই ব্লগাররা বুঝতে পারবে এরা কোন ধরনের ব্লগার । এর ফলে মার্জিত ও রুচিশীল ব্লগাররা আগের মতো লেখালেখি করতে আগ্রহী হবে।

পরিশেষে সম্পাদক মহোদয়কে বলছি :

১.যদি এসব কাজ আপনারা করতে ব্যর্থ হোন তাহলে এই মহৎ কাজটার দায়িত্ব আমার উপর অর্পন করতে পারেন ।

২.যদি এসব কাজ করা আপনারা অপারগ হোন তাহলে এই সাইটটা আমার যথাযথ লোকের কাছে বিত্রিু করে দেন ।

৩. উপরের দুইটা কাজ যদি করতে না পারেন, তাহলে এই সাইট ঘোষনা দিয়ে বন্ধ করে দিন । ঘোষনাটা হতে পারে এমন :

মান্যবর ব্লগারবৃন্দ । আমরা টুডে ব্লগের সম্পাদকবৃন্দ আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না । এই সাইট আমরা আর চালাবো না । সুতরাং অমুক তারিখের মধ্যে আপনাদের লেখাগুলো সংগ্রহ করার জন্য অনুরোদ করা হলো । অন্যথায় ব্লগপোস্ট বা লেখাগুলো হারিয়ে গেলে সম্পাদকবৃন্দ দায়ী থাকবে না।

বিনীত

মোহাম্মদ ফখরুল ইসলাম

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330553
১৮ জুলাই ২০১৫ রাত ১১:৩২
সুশীল লিখেছেন : ভালো পরামর্শ
১৯ জুলাই ২০১৫ রাত ১২:১৮
272811
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ
330583
১৯ জুলাই ২০১৫ রাত ০৩:৫৪
স্বপন২ লিখেছেন : আপনি নিজের পয়সা দিয়ে সাইট চালু করেন।
১৯ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৫
272855
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমার নিজেরই কম করে হলেও ১৫ টা সাইট আছে । ব্লগ সাইট পরিচালনা করার ইচ্ছে নেই ।
330594
১৯ জুলাই ২০১৫ সকাল ০৭:০২
জ্ঞানের কথা লিখেছেন : "আমার যথাযথ লোকের কাছে বিক্রি

যথাযথ সেই লোক গুলো কে?

আপনি নিজেই শুরু করলেইতো লেটা চুকে যায়!!

শুরু করুন আর ব্লগের নাম দিয়েন
"পাগলা ব্লগ"
১৯ জুলাই ২০১৫ সকাল ০৯:৫৮
272856
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমার নিজেরই কম করে হলেও ১৫ টা সাইট আছে । ব্লগ সাইট পরিচালনা করার ইচ্ছে নেই ।

যারা এই ব্লগ সাইটটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তারাই যথাযথ লোক । এধরনের লোক এই ব্লগে আছে । আমি বেশ কিছু পোস্টে তাদের আগ্রহের কথা দেখেলিাম ।

আর ব্লগ সাইট পরিচালনা করলে ব্লগটার সম্ভাব্য নাম দেওয়া যেতে পারে : জ্ঞানের কথা ।
330608
১৯ জুলাই ২০১৫ সকাল ১০:৫১
হতভাগা লিখেছেন : মাল্টি নিকের ব্যাপারে আমিও একমত । এটা ব্লগকে ফলস্‌ ইনফরমেশন দেয় যে ব্লগার অনেক ।
১৯ জুলাই ২০১৫ দুপুর ১২:৪২
272862
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : এই সাইটে মতের সাথে না মিলে গালিগালাজ করার প্রবনতা বেশি । যুক্তি ও প্রমাণ ছাড়া লেখা ও মন্তব্য দেওয়া অনেক ব্লগারের স্বভাব হয়ে দাড়িয়েছে । তারা পড়াশোনাও কম করেন বলে মনে হয় । তারা যাকে তাকে নাস্তিক বলে গালি দেন । বাবা-মা-বোন তুলেও গালি দেন । আর এসব কাজে বয়স্ক মুরব্বী ধরনের ও আল্লাহওয়ালা ব্লগাররাও সমর্থন দেন ।


আমার অভিজ্ঞতায় এই সাইটের ভিজিটর ও ব্লগার কম । মাল্টি নিক একটা বড় সমস্যা । এর ফলে মাল্টি নিকধারীও ভাল লেখক হওয়া তো দুরে থাক, ভাল পাঠকও হতে পারছেন না । তারা শুধুমাত্র মত-পথ-দলের অন্ধকর্মী ছাড়া কিছু নয় ।


আমি সোনার বাংলাব্লগে অবাক হয়েছিলাম যে নিকাব ও বোরকা পরা একটা মেয়ের অসংখ্য মাল্টি নিক, অসংখ্য ইমেইল ও ফেসবুকের কথা শুনে । আমি অবাক হলাম, এই মেয়ের ভবিষ্যত কি তা সে নিজেও কি জানে তা ভেবে । তবে এতটুকু বুঝেছি, নিজের নিকাব ও বোরকার আড়ালে চেহারাকে আড়াল করলে আর বিশেষ কোন ধর্মীয় দলের সদস্যা হলে দুনিয়ার সব খারাপ কাজ করেও বড় ধরনের আস্তিক হওয়া যায় যদিও সেগুলো ধর্মবিরোধী হোক না কেন ?

শুধু মাত্র পার্টিজান দৃষ্টিভঙ্গির কারণে এই ব্লগটা টিকে আছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File