'' শিরোনামহীন কবিতা ''
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ৩০ জানুয়ারি, ২০১৫, ০৫:২৫:১৯ বিকাল
হায়রে মানুষ !হায়রে মানুষ ! করছো তোমরা কি?
নিজের দেশ নিজের রক্ত করছো তোমরা শেষ !
গুলি আর বোমা নিয়ে করছে তোমরা খেলা
গুলির শব্দে বোমার শব্দে যাচেছ সারা বেলা !
মৃতু্ যেনো সহজ আরো এদেশে তে আজ !
কেউবা মরে ট্রাকচাপায় কেউবা আবার বোমাতে
এখন আবার মরছে মানুষ সরকারেরই গুলিতে !
মরণ মরণ খেলতে গিয়ে দেশটা হলো শেষ
জনগণ ধুকছে এখন নিরাপত্তার নাইকো লেশ
ধর্ম নিয়ে খেলছে মানুষ( সরকার) খেলছে সারা দেশ
তাদের সাথে তাল মিলিয়ে ধর্ম ভিরু হচেছ শেষ
পায় না মানুষ নিরাপত্তা চলছে শুধু ভয়ে !
আর কতোকাল চলবে বলো এই নীতিতে দেশ ?
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন