পবিত্র রমজান মাসে দেশের স্কুল কলেজগুলো পুরো মাস বন্ধ থাকবে
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৭ জুন, ২০১৪, ০৯:২৮:৪৪ রাত
পবিত্র রমজান মাসে দেশের স্কুল কলেজগুলো পুরো মাস বন্ধ থাকবে ।
রমজান মাস যেহেতু সিয়াম সাধনার মাস এবং প্রতিটি মুসলমান নর নারীকে রোজা পালন করতে হয় তাই এ মাসে একটু কষ্টও বেড়ে যায় সারাদিন রোজা রেখে প্রতিদিনের রুটিনবাধা কাজগুলোও মানুষকে করতে হয় তাই রমজানে চাই একটু কম পরিশ্রম এবং একটু অতিরিক্ত বিশ্রাম । দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যেহেতু সকালবেলা শুরু হয় তাই অভিভাবকদের কথা চিন্তা করে যাতে খুব সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে নিয়ে আসার কোনো তাড়া না থাকে এ জন্যে সরকার রমজানের পুরো মাস স্কুল কলেজগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছেন,সত্যিই এটা একটা প্রসংশনীয় ভালো উদ্যেগ যা একজন মহিলা ও অভিভাবকদের রোজা ও অন্যান্য কাজ এবং বিশ্রাম নিতে সহায়তা করবে । এমনিতেই রমজান মাসে মানুষের কাজের পরিমান বেড়ে যায় ঈদকে সামনে রেখে বেড়ে যায় অন্য মাসগুলোর চেয়ে বেশী ব্যস্ততা । তাই একটু স্বস্তির নি:স্বাস ফেলতে রমজান ও গরমে স্কুল ও কলেজগুলো বন্ধ অভিভাবকদের কষ্ট কিছুটা লাগব হবে ।
...........এম.এ.মামুন..........
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন