গাধার দ্বীপ লামু
লিখেছেন লিখেছেন অরুণোদয় ১৭ জুন, ২০১৪, ০৯:৩৭:১১ রাত
দ্বীপটির নাম লামু। এটি কেনিয়ার উপকূল থেকে বেশ দূরে অবস্থিত। ছোট দ্বীপটিতে বাস করে ২৪,০০০ মানুষ। আর গাধা আছে ৬,০০০ টি এবং গাড়ি আছে মাত্র ২ টি।
এ কারণে দ্বীপটিকে বলা হয় "আফ্রিকার গাধার রাজধানী"। মজার বিষয় হলো, লামু'তে গাড়ি না থাকায় রাস্তা-ঘাটে যানজট নেই; তবে গাধারজট তৈরী হয়।
এছাড়া এখানকার সবচেয়ে বড় জনহিতকর সংগঠনটি দ্বীপের গাধাগুলোর আশ্রয়ের জন্য কাজ করে থাকে।
আল-জাজিরার খবরে বলা হয়, লামু'র জনসাধারণের অর্থ উপার্জনের অন্যতম হাতিয়ার হলো গাধা।
একটি প্রিয় স্বপ্ন
সি ফামাও নামের বালকটির বয়স ১৪। তার সবচেয়ে প্রিয় স্বপ্ন হলো, একটি গাধার মালিক হওয়া এবং বার্ষিক গাধা দৌড় প্রতিযোগীতায় অংশ নেয়া। নিজের পরিবারকে সহযোগীতা করার জন্য সি ফামাও গাধা দৌড় প্রতিযোগীতার প্রথম
- See more at: http://www.timenewsbd.com/news/detail/15378.xhtml#.U6BgQpwcG_I
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন