স্মৃতিময় ভয়ংকর একদিন !
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৮ এপ্রিল, ২০১৪, ০৪:১৫:৪৭ বিকাল
আমি তখন ক্লাস টুতে পড়ি । একদিন স্কুল ছুটির আগেই ক্লাস টিচারের কাছে মাথা ব্যাথার কথা বলে ছুটি নিয়ে বাড়ি চলে আসলাম, আসার পথে বাড়ির পাশে একটি মরা গরু দুইটি কুকুর ও কিছু কাক খাইতেছিলো আমি স্কুল থেকে আসার পথে একটু দাড়িয়ে দেখছিলাম এমন সময় একটি কুকুর ঘেউ ঘেউ করে উঠলো আর এমনিতে আমি দৌড় পেছনে পেছনে কুকুরটিও দৌড় ! কুকুরটির সাথে আমি দৌড়রে না পেরে মাটিতে একটি বাশ ঝাড়ের নিচে পড়ে গেলাম ! আর চিতকার ও কান্না করতে লাগলাম এদিকে কুকুরটা আমার পেন্ট কামড় দিয়ে ছিড়ে ফেললো । দুপুর বেলা গ্রামের প্রখর রোদ্র আমার কান্নার শব্দ শুনে বাড়ি থেকে আমার এক দাদী ও ফুফু দৌড়ে এলেন এসে আমাকে কুকুরের হাত থেকে উদ্ধার করলেন আমিতো ভয়ে থর থর করে কাপতে ছিলাম । দাদী ও ফুফু আমাকে মাটি থেকে তুলে কোলে করে বাড়িতে নিয়ে এলো তারপর কি হইছে আমার কিছুই মনে নেই । তখন আমি অজ্ঞান হয়ে পড়ি । ঐ দিনের কথা মনে পড়লে আজও আমার গা শিউড়ে উঠে ।
...........এম.এ.মামুন...........
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ ভালো থাকুন শুভ কামনা রইলো ।
মন্তব্য করতে লগইন করুন