লন্ডন টাওয়ার হ্যামলেটস্ বরার মেয়র লুতফর রহমান সত্যিই এক অসাধারণ মানুষ ! _________________________

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ২৬ মার্চ, ২০১৪, ০৪:৪৬:১৫ বিকাল

গতকাল সন্ধ্যায় জব থেকে ফেরার পথে মেয়র লুতফর রহমানের বাসার সামনে দিয়ে আসতেছিলাম আর এমন সময় ওনিও অফিস করে মনে হয় বাসায় ফিরছিলেন আমি যখন ওনার বাড়ি ক্রস করছিলাম ওনি গাড়ি থেকে নামতেছিলেন দেখেই আমি সালাম দিলাম সালামের উত্তর নিয়ে সাথে সাথেই আমাকে জিজ্ঞাস করলেন কেমন আছেন । অথচ বৃটেনের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে তিনি ৫৩ নাম্বারে আছেন ! ওনার একটি খুবই ভালো বৈশিষ্ট্য হলো সব সময় হাসি দিয়ে সবার সাথে কথা বলেন ।

একদিন আমি ওনার বাড়ির সামনে দিয়ে জবে যাইতেছিলাম তখন আমি আসলেই জানতাম না যে আমার বাসার পাশেই ওনার বাড়ি । ওনার বাড়ির পাশে দিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ বয়সী লোক আমাকে সালাম দিলেন আমি সালামের উত্তর নিলাম একটু লজ্জা পেয়ে ঐ বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলাম আংকেল আপনাকে তো চিনিনা আপনি কোথায় থাকেন । তাতক্ষনিক ওনি বললেন আমি আপনাদের মেয়র লুতফর রহমানের বাবা ! তখন আর আমার বুঝতে একটু সমস্যা হলো না যে,যার বাবা আমাকে সালাম দিতে পারে সেই ব্যক্তি লন্ডন টাওয়ার হ্যামলেটস্ এর মেয়র হবেই ।

সামনে মেয়র নির্বাচন আসতেছে আমার বিশ্বাস আমাদের বাংগালী কমিনিটির প্রিয় ব্যক্তি মেয়র লুতফর রহমান বিজয়ী হবেন ইনশাআল্লাহ ।

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198316
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:১১
আবু জারীর লিখেছেন : সব নেতারাই যদে এমন হত তাহলে দুনিয়াটা আরো সুন্দর হত।
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৮
148257
মামুন আব্দুল্লাহ লিখেছেন : যদি আমাদের দেশের একজন মেয়র হতেন তাহলে আমাকে বলতেন আমার বাড়ির সামনে দিয়ে কেন যাচ্ছ । মেয়র লুতফর রহমান সত্যিই বাংগালীদের জন্যে একজন রুল মডেল আর এইজন্য দিন দিন ওনার জনপ্রিয়তাও বাড়ছে হিন্দু খৃষ্টান সবাই ওনাকে সম্মান করে ওনার ব্যবহারের জন্যে । অনেক ধন্যবাদ আবু জারীর ভাই । ভালো থাকুন ।
198338
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
নীল জোছনা লিখেছেন : সব নেতারাই যদি এমন হতো তাহলে দুনিয়াটা আরো সুন্দর হতো।
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
148289
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
198356
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
148308
মামুন আব্দুল্লাহ লিখেছেন : ভালো লাগার জন্যে অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
198363
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
আবু আশফাক লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ।
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
148310
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।
198376
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১২
শেখের পোলা লিখেছেন : অমন বাপের সন্তান বলেই অমন হতে পেরেছেন৷ ধন্যবাদ৷
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
148316
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File