পাহাড়ের বাকে বাকে - ৬ষ্ঠ পর্ব ।
লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ২৬ মার্চ, ২০১৪, ০৪:৩২:২১ বিকাল
বগা লেক থেকে ফেরার পথে রামু থেকে রিজুক ফলসে যাওয়ার জন্য নৌকা ভাড়া করলাম ।
পথে সাংগু নদীর নিরাভরন সৌন্দর্য মুগ্ধতার আবেশ ছড়ালো । দু পাশে পাথুরে গাত্রে টলমলে পানির মোলায়েম আঘাতের মৃদু ধ্বনি আর মাতাল হাওয়ার ঝাপটায় কোথায় যে হারিয়ে গেলাম কোন কূল পাওয়া গেল না । সাংগু নদীতে এই নৌকা ভ্রমন আমার কাছে পুরো ভ্রমনের সবচেয়ে আকর্ষনীয় অংশ মনে হয়েছে । চারপাশে নিরব পাহাড় দাড়িয়ে আছে সগৌরবে । উচু পাহাড়ের কূল ঘেষে নেমে এসেছে এক অনিন্দসুন্দর ঝরনা ।
রিজুক ফলস !!!
রিজুক ফলসের ধারা সব মৌসুমেই বহমান থাকে ।সাংগু নদীর টানে সে পানি যেন পেরিয়ে এসেছে বহু পথ । নৌকা থেকে ঝটপট লাফিয়ে নামলাম ঝরনার শীতল পানিতে । পাথরের ফলার মত ধুম-ধাম পিঠের উপর পড়তে লাগল জল ধারা । ঝরনার পানিতে সুন্দর রংধনু সৃষ্টি হয়েছে । ঝরনা থেকে নেমে সাংগু নদীতে কিছুক্ষন ঝাপাঝাপি করলাম ।
ফেরার পথে বান্দরবান-রুমা এবং থানছি সড়কের ৫ মাইল নামকস্থানে শৈল প্রপাত নামক সুন্দর একটি ঝরনা দেখলাম। বান্দরবান শহর থেকে শৈলপ্রপাতে যেতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট।
বান্দরবান ফিরে রাংগামাটি যাওয়ার সিদ্ধান্ত নিলাম । রাতটা বান্দরবানে কাটিয়ে সকালে বাসে করে কাপ্তাই গেলাম । কাপ্তাই পানি বিদ্যুত প্রকল্পে সাধারনের প্রবেশ নিষেধ । পরিচিত এক ইঞ্জিনিয়ার আঙ্কেলের মাধ্যমে ভেতরে ঢুকতে পারলাম । ভেতরটা বেশ সাজানো গোছানো এবং সুন্দর ।
কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প থেকে গেলাম রাংগামাটির দিকে । আকাবাকা সুন্দর রাস্তা ।
পথের পাশে কাপ্তাই এর অনন্য সুন্দর দৃশ্য । রাংগামাটি পৌছেই রাজ বন-বিহারে গেলাম । শান্ত ছিমছাম মনোমুগ্ধকর পরিবেশ । পাশেই চাকমা রাজার ভগ্ন রাজপ্রাসাদ । একপাশে চাকমা রাজার কোর্ট ।
রাংগামাটির মুল সৌন্দর্য কাপ্তাই লেক । ঝুলন্ত সেতুতে প্রচন্ড ভীড় । ভালভাবে দাড়ানোও যাচ্ছিল না । তাই বেশিক্ষন দেরি না করে নৌকা নিয়ে বেড়িয়ে পড়লাম । পড়ন্ত বিকেলে লেকে ছুটে চললাম দুর দিগন্তে । কালো পানির নিরব আলোড়ন আর মিষ্টি হাওয়ার দুলুনি ভাবালুতায় ডুবিয়ে দিল আমাকে । লেকে গোসল করার সিদ্ধান্ত নিলাম । লেকের জলে গোসল করে বেশ ঝরঝরে লাগল ।
রাংগামাটি থেকে ভ্রমনের ইতি টেনে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ।
বিষয়: বিবিধ
১৮৭৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সিলেট ও পার্বত্য চট্টগ্রাম ও দেশের অনেক দর্শনীয় অঞ্চলের ছবি ও বিস্তারিত ব্লগ জগতে এসে জানতে পেরেছি। যা ব্লগে আসার আগে জানতাম না।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
মন্তব্য করতে লগইন করুন