সঞ্চয় মানসিক শক্তি বাড়ায় ও মনকে প্রফুল্ল রাখে !

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ০৫ জুন, ২০১৩, ০৭:৩৮:৫৯ সন্ধ্যা

মধ্যবিত্ত ও ন্মিমধম্যবিত্ত পরিবারের জন্যে এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের সকলের জন্যে সঞ্চয় একটি গুরুত্বপূর্ণ বিষয় । বাজার ব্যবস্থার উর্ধ্বগতি ও সামপ্রতিক সময়ে অর্থনৈতিক প্রতিযোগিতার বাজারে সঞ্চয়ের বিকল্প নাই। বিপদে মানুষকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সঞ্চয় আমাদের অনেকাংশে সহায়তা করে । প্রতিদিন প্রতিসপ্তাহে বা প্রতি মাসে আমরা নিজেদের খরচের হাত থেকে সামান্য কিছু অর্থ যদি রেখে দেই তা আমাদের ভবিষ্যতের জন্যে অনেক কাজ দেবে । আমরা যারা ইসলামিক মনমানসিকতার তারা হয়তো ভাববো সঞ্চয় এর কি দরকার রিযিক তো আল্লাহই দেয়। আমরা জানি সব কিছু সৃষ্টিকর্তা থেকে হয় । মানুষের ভালো মন্দ সব কিছুই কিন্তু বাস্তবতা কিছু ভিন্ন । বর্তমানে মানুষকে অনেক প্রতিকুলতার মাঝে টিকে থাকতে হয় তাই সঞ্চয় থাকলে মানুষ হয়তো কিছুটা র্নিভাবনায় থাকতে পারে । আমরা যদি প্রতিদিন এককাপ চা কম খাই ও একটি সিগিরেট এবং অন্যান্য অতিরিক্ত খরচ একটু কম করি তাহলে নিজের ও নিজের ছেলে মেয়ে ও বিপদে হয়তো সেটা অনেক উপকারে আসবে । তাই যতো কষ্টই হোক না একটু চেষ্টা করলে আমরা সঞ্চয় করে নিজের পরিবারকে ও নিজের মানসিক ও মনকে অনেকটাই প্রফুল্ল রাখতে পারি । তাই আসুন সঞ্চয় করি র্নিভাবনায় জীবন গড়ি । যদি থাকে সঞ্চয় ভবিষ্যত হবে প্রানময় । আমরা সবাই সঞ্চয়ী হই ও নিজের ওপর নিজে দাঁড়াই ।

বিষয়: বিবিধ

১৯০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File