ওরা কবে পালাবে? কিভাবে ও কোথায় পালাবে?

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ০৫ জুন, ২০১৩, ০৭:৩০:৫৬ সন্ধ্যা

ওরা পালাবে। তবে কিভাবে এবং কোথায় তা অজানা।

বর্তমানে তারা লাঠির জোর দেখিয়ে এবং লাঠি ব্যবহার করে জনগণের গাছের বরই, জনগণের মাথায় রেখে এবং জনগণের বাড়ী থেকে লবন নিয়ে খাচ্ছে।

মুসলমানদের দেশে, মুসলমানদের ভোট নিয়ে এবং মুসলমানদের সম্পক শোসন করে, মুসলমানকে হত্যা করছে, জেলে ভরছে, অত্যাচার করছে.....।

তবে বেশী দিন বাকী নাই। অনেকের আত্মীয়দেরকে বিদেশে পাঠিয়েছে এবং ওরা পালাবার ঠাই খুজছে।

এখন থেকে তাদেরকে বিদেশ পারি জমানোর উপর নিষেধাজ্ঞা জারি করা দরকার। কিন্তু করবে কে?

সবই যে ওরাই। তবে ওদের শক্তি বর্তমানে ধীর। যত দিন যাচ্ছে ততই ওদের শক্তি নিথর হতে চলছে। কেননা ওরা এমন শক্তি, যারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কেননা ইতিহাস তার জলন্ত সাক্ষ্য।

তাই আসুন, আর কয়েকটা দিন অপেক্ষা করি, তাই দেখতে পারব, সোনালী দিনের আলো।

আসুন, সেই দিনের অপেক্ষায় কয়েকটি দিন কাটিয়ে আলোর উজ্জলতা দেখার সৌভাগ্যবান করার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করি।

বিষয়: বিবিধ

২০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File