আসুন জেনে নেই কিছু সত্য কথা। (রম্য পোস্ট) Rose

লিখেছেন লিখেছেন ফখরুল ০১ নভেম্বর, ২০১৪, ০৫:৩০:৩১ বিকাল

১. ‘সংক্ষেপকরণ’ শব্দটি নিজে এত লম্বা কেন?

২. অনেক ভালোবাস? তাহলে তাজা গোলাপ ২৪ ক্যারেট সোনার ভেতর সিলমোহর করে পাঠাও।

৩ সেদিন একটি মেয়ে আমাকে ফোন করে বলল, ‘চলে এস, বাড়িতে কেউ নেই।’ তার দেওয়া ঠিকানায় গিয়ে দেখি সেটি একটি পোড়োবাড়ি। সেখানে আসলেই কেউ থাকে না।

৪. হাই! আমি ভাইরাস। আপনার মস্তিষ্কে ঢুকতে যাচ্ছি। ওয়েট! মস্তিষ্ক খুঁজছি…খুঁজছি…সরি, আপনার কোনো মস্তিষ্ক খুঁজে পাওয়া যায়নি। আমি চললাম। বাই!

৫. বান্দরবান ঘুরে আসার পর এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করল, কি রে, বান্দরবানে প্রাকৃতিক দৃশ্য কেমন দেখলি? জবাবে আরেক বন্ধু বলল, ‘আরে দূর, পাহাড়ের জন্য কিছুই দেখতে পারিনি।’

৬. আলঝেইমার (কিছু মনে না থাকার রোগ) রোগ হওয়ার একটি সুবিধা আছে। রোজই আপনি নতুন নতুন বন্ধু পাবেন।

৭ যে লোক দুই কানে তুলা গুঁজে রাখে, তাকে কী বলা যায়?

—তাকে যা ইচ্ছা তাই বলা যায়।

৮. মনে করি, A হলো একটি সফল জীবন। A=x+y+z, এখানে x=কাজ, y=খেলা, z=মুখ বন্ধ রাখা।

৯ প্লেনে উঠে বিমানবালাকে বললাম, ‘আমার একটি ব্যাগ নিউইয়র্কে, একটি ব্যাগ লস অ্যাঞ্জেলেসে এবং আরেকটি মায়ামিতে পাঠিয়ে দিন।’ মহিলা বললেন, ‘অসম্ভব’। আমি বললাম, ‘গত সপ্তাহে আপনারা এ কাজটিই করেছেন।’

১০. ডাক্তার বললেন, আমি আর ছয় মাস বাঁচব। আগামী ছয় মাসে বিলের টাকা দিতে পারব না শুনে বললেন, ছয় মাস নয়, এক বছর বাঁচবেন।

১১. ডাক্তার বললেন, ‘আপনি ৬০ বছর বাঁচবেন।’ আমি বললাম, ‘এখনই আমার বয়স ৬০।’ ডাক্তার খুশি হয়ে বললেন, ‘বলেছিলাম না?’

১২. ভিখারি বলল, ‘সারা সপ্তাহ খাবারের স্বাদ পাইনি।’ উত্তর এল, ‘চিন্তা কোরো না, খাবারের স্বাদ এখনো আগের মতোই আছে।’

১৩. ছেলে: বাবা, ইডিয়ট কাকে বলে?

বাবা: ইডিয়ট হলো সেই সব বোকা ব্যক্তি যারা নিজেদের বক্তব্য এত বেশি প্রলম্বিত করে যে কেউ তার কথা বুঝতে পারে না। বুঝতে পেরেছ?

ছেলে: না।

১৪ একজন এসে পুলিশকে জিজ্ঞেস করলেন, ‘আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি?’

—না

—তাহলে এই গাড়িগুলো এখানে কেন?

—তারা কেউ এখানে গাড়ি পার্ক করতে পারবে কি না জিজ্ঞেস করেনি।

১৫ যে চিন্তাশক্তি দিয়ে সমস্যা সৃষ্টি করা হয়, সেই একই চিন্তাশক্তি দিয়ে তা সমাধান করা যায় না।

১৬. আমি ৪৯ বছর ধরে একজন নারীকেই ভালোবাসছি। আমার স্ত্রী জানতে পারলে অবশ্য আমাকে খুন করবে।

১৭ ব্রেকফাস্টের আগে যে জিনিস দুটো কখনোই খাওয়া সম্ভব নয়, সেগুলো হলো লাঞ্চ আর সাপার।

১৮. তুমি একটা ইলেকট্রিক ব্লেন্ডার, একটা ইলেকট্রিক টোস্টার এবং একটা ইলেকট্রিক ব্রেড মেকার কিনে বললে, ‘ওফ! বাসায় এত জিনিস! আমি বসব কোথায়?’ পরদিন আমি একটা ইলেকট্রিক চেয়ার কিনে আনলাম।

১৯. এক বিশালদেহী লোক আমাকে বলল, ‘আমি ১০ ডলার বাজি ধরে বলতে পারি যে তুই মারা গেছিস।’ আমি তার সঙ্গে বাজি ধরতে সাহস পেলাম না।

২০. হাতুড়ির সবচেয়ে নিরাপদ ব্যবহার হলো, পেরেকটা অন্য কাউকে ধরতে দেওয়া।

২১. আমি আমার স্ত্রীকে বললাম, ‘স্বামী হলো ওয়াইনের মতো, যত পুরোনো ততই ভালো।’ পরদিন সে আমাকে সেলারে আটকে রাখল।

সংগৃহীত, যাহা ভুলিবার নয়। জীবনে অনেক কিছু পেয়েছি এই পাতা থেকে।

বিষয়: বিবিধ

১৪৫২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280321
০১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
নিরবে লিখেছেন : ভালো লাগলো Rolling on the Floor Rolling on the Floor
০১ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৩
223996
ফখরুল লিখেছেন : বেশি হাসা ভালো না। Winking
280333
০১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
০১ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৫
223997
ফখরুল লিখেছেন : আস্তে হাসেন লুন্গি খুলে জাবে দেইখেন।
280365
০১ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৫
০১ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৫
223998
ফখরুল লিখেছেন : <:-P Winking) Winking) Winking)
280388
০১ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ
০১ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৬
223999
ফখরুল লিখেছেন : আপনারেও Love Struck Good Luck
280395
০১ নভেম্বর ২০১৪ রাত ১১:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমি আমার স্ত্রীকে বললাম, ‘স্বামী হলো ওয়াইনের মতো, যত পুরোনো ততই ভালো।’ পরদিন সে আমাকে সেলারে আটকে রাখল।

Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor হাসতে চাইলাম না তবে না হেসেও পারলাম না।
০১ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৭
224000
ফখরুল লিখেছেন : ওরে না রে.........। তাইলে আমিও হাসি আপনার লগে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
280405
০২ নভেম্বর ২০১৪ রাত ১২:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ২১ নম্বর টা রিমুভ করেন!!!
খবর পাইলে বললাম খবর আছে....
০২ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৭
224065
ফখরুল লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
280454
০২ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৬
কাহাফ লিখেছেন :
অনেক তো হাসলাম!এখন বিষয়গুলো নিয়ে একটু ভাবি..... Praying Praying Praying
০২ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৭
224066
ফখরুল লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
280473
০২ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
এস এম আবু নাছের লিখেছেন : আচ্ছা, আমার কি হাসা উচিত। হা হা হা হা Happy Happy Cheer Cheer Rolling on the Floor Rolling on the Floor Broken Heart Broken Heart
০২ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৮
224067
ফখরুল লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Day DreamingRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
280595
০২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৮
চিরবিদ্রোহী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Thumbs Up Thumbs Up Thumbs Up
০২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫২
224234
ফখরুল লিখেছেন : Rose Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File