‘একটা একটা করে ফাঁসি হবে, জামায়াত আরো নির্জীব হবে’
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০১ নভেম্বর, ২০১৪, ০৫:৪০:৫০ বিকাল
ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘জামায়াত নির্জীব হয়ে যাচ্ছে। একটা একটা করে ফাঁসি হবে আর আরো নির্জীব হবে জামায়াত।’
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের যৌথ সভায় তিনি এমন মন্তব্য করেন
http://www.rtnn.net/bangla//newsdetail/detail/1/1/92287#.VFTDcHdhMLs
এর পূর্বে সাজেদা , মতিয়া , ইনু , মেনন , কামরুল ইসলাম সহ আওয়ামীলীগের এবং বাম রাজনৈতিক দলের নেতারা একই কথা বলেছিলেন। এবার ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন। তাহলে প্রমানিত হলো , বিচারের নামে আসলে জামায়াত , বি এন পির নেতাদের ‘একটা একটা করে ফাঁসি হবে।
সেই কারণেই আদালত, ট্রাইবুনাল গঠন করে বিশেষ নীল নকশা বাস্থবায়ন হচ্ছে।
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন