সত্যের দুয়ারে হানি আঘাত
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ২৪ এপ্রিল, ২০১৫, ০৯:০৫:০৫ রাত
সত্যের দুয়ারে হানি আঘাত
আমরা আনিব তিমির রাত,
সত্য করুক অশ্রুপাত
আমরা জাহেল অবিচল।
অজ্ঞানতার গাহিয়া গান
মারিয়া ফেলিব তাজা প্রাণ,
দুনিয়া করিব মহাশশ্মান
মোদের আছে বাহুরবল।
মিথ্যাকে মোরা সত্য বানাই
আলোকে মোরা আঁধরে সাজাই,
পরের পয়সায় বীণ বাজাই
আমরা সুবিধাবাদি দল।
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে ব্যস্ততা একটু একটু করে বাড়ছে তো!
ভালো থাকবেন।
মন্তব্য করতে লগইন করুন