আলুর মিষ্টি
লিখেছেন লিখেছেন ছালসাবিল ২৪ এপ্রিল, ২০১৫, ০৯:২৩:১১ রাত
রেসিপি :-আলুর মিষ্টি
--------------------------
উপকরণ:
১ কাপ সিদ্ধ আলু চটকে নেয়া
১/২ কাপ ময়দা
২ চা চামচ ঘি,
সামান্য বেকিং পাউডার.
এলাচ গুঁড়ো সামান্য ( ইচ্ছা )
শিরার জন্য:
১ কাপ চিনি
১ ১/২ কাপ পানি
সামান্য লেবুর রস
প্রনালি:
-১ টি বড় বাটিতে সব কিছু একসাথে ভালো মত মেশান।
-ছোট ছোট বল বানিয়ে হালকা গরম তেলে সময় নিয়ে লাল করে ভাজুন. মিডিয়াম জালে ভাজবেন।
-চিনির সাথে পানি মিশিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে শিরা তৈরি করে ভাগ আলুর বল গুলো শিরাতে দিয়ে দিন।
-১ ঘন্টা রেখে পরিবেশন করুন মজার আলুর মিষ্টি!
________>
আপপপপপুরা আমাকে কেউ বানিয়ে খাওয়াতে ভুলবেন না বললাম কিন্তু
বিষয়: বিবিধ
১৬৩৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছোট্ট ভাইয়া ধন্যবাদ ।
তাহলে কি আপনি কাচা সবকিছু খান
হুম আমার বাসায় দাওয়াত রইলো
আমাদের ভাবি খাওয়াইলে খাইবো!
আগে তো খোজ করুন। তার পরে খাওয়াতে পারবো
আসলেই কি মিস্টি কিছু হবে? নাকি বানাতে যেয়ে ছালছাবিল ভর্তা বানাতে ইচ্ছে করবে ?
আপনি বানিয়ে আমাকে দাওয়াত দিয়েন
একে তো আলু তার উপর আলুর মিষ্টি কি দারুন রেসিপি
আপনার রান্নার কাছে কেউউউউ যাবে বলে মনেহয় নাহ্
মন্তব্য করতে লগইন করুন