এতো অহংকার ভালো না প্রধানমন্ত্রী এতো অহংকার ভালো না।

লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ১৯ আগস্ট, ২০১৩, ০৯:০০:১৩ রাত



প্রথানমন্ত্রী আপনি শিক্ষিতা জানি। প্রবাদ বাক্যটা বোধকরি আপনার জানা আছে যে, “অহংকার পতনের মূল”। তাই বলি এতো অহংকার ভালোনা। যুগে যুগে অহংকারীদের পতন হয়েছে বড়ই লাঞ্চনা আর অপমানের সহিত। প্রচীনকালের নমরুদ, ফেরাউন আর শাদ্দাদের পতন কাহিনী জগৎবাসীর স্মৃতিতে চির জাগরুক থাকবে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক হিটলারের পতন ইতিহাস সবার জানা। এইতো কিছুদিন আগে ইরাকের মহাক্ষমতাধর প্রেসিডেন্ট সাদ্দামের পতন হলো অতি লাঞ্চনার সহিত।আপনার পিতাও কি কম ক্ষমতাধর ছিলেন!!! সংসদে দাঁড়িয়ে অহমিকার সহিত বলেছিলেন “কোথায় আজ সিরাজ শিকদার”।

আপনি বলছেন “এক চুলও নড়ব না” । এক চুল নড়েন না একশ চুল নড়েন নাকি লক্ষ কোটি চুল নড়েন জাতি অচিরেই তা দেখতে পাবে। আমরা প্রতিক্ষায় রইলাম।

বিষয়: বিবিধ

৩১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File