'নয়া জামায়াতের আওয়াজ' - একটি ছাগলের রচনা
লিখেছেন লিখেছেন সমীকরণ ১৯ আগস্ট, ২০১৩, ০৯:৩২:৩৬ রাত
আজ দৈনিক মানবজমিন 'নয়া জামায়াতের আওয়াজ' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।তাদের ভাষায়, জামায়াত আর ইসলামী রাজনীতি নিয়ে গবেষণা আর অনুসন্ধানভিত্তিক প্রতিবেদন এটি!!!! কিন্তু প্রতিবেদনটি পড়ে মনে হচ্ছে, সংশ্লিষ্ট বিষয়ে অজ্ঞ লোকদের অন্তসার:শুন্য ব্যক্তিগত কল্পনাবিলাস ছাড়া এটি আর কিছুই নয়। সিম্পলি আনাড়ি লোকের লেখা ছাগলের রচনা।
আর ভুল তথ্য তো থাকছেই, যেমন লেখা হয়েছে -
'সাধারণত শিবির সেক্রেটারিরা পরবর্তী ধাপে সংগঠনটির সভাপতি হলেও ওই সেক্রেটারি আর তা হতে পারেননি।'
জামায়াত আর ইসলামী রাজনীতি সম্পর্কে কোন ধারণা না থাকলেও শুধু শিবিরের ওয়েবসাইট ব্রাউজ করে দেখলাম, তাদের কোন সেক্রেটারি পরে সংগঠনটির সভাপতি হয়নি। http://shibir.org.bd/category/formar_member/26
http://shibir.org.bd/category/formar_member/25
নিম্নমানসম্পন্ন এই ধরণের প্রতিবেদকদের কারণেই হয়ত আমাদের মিডিয়া মেরুদন্ডহীন।
দ্রষ্টব্য: ভয়ানক কথা হেচ্ছে, মানবজমিন নাকি প্রতিবেদনটি ধারাবাহিকভাবে প্রকাশ করবে!! তাই গুরুত্বের সাথে মন্তব্যটি লিখে তাদের পাঠিয়েছি বেশ আগে, কিন্তু এখনও প্রকাশিত হয় নি। অবশ্য আমার এই মন্তব্যের স্থান যে মানবজমিনের পাতায় হবে না, সেটা সহজেই অনুমেয়। তাই আমার ব্লগেই লিখলাম।
বিষয়: রাজনীতি
১৪৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন