নতুন জাতীয়তাবাদ
লিখেছেন লিখেছেন সমীকরণ ১৪ এপ্রিল, ২০১৩, ১২:০০:১১ রাত
পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশীরা গর্বভরে আত্নপরিচয় দেবে - "আমি একজন উম্মাহ। বাংলাদেশ থেকে আসছি"।
স্বয়ং বর্তমান ও ভাবী প্রধানমন্ত্রী হাসিনা "বাঙালী" জাতীয়তাবাদ (আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী) পরিবর্তন করে "উম্মাহ" জাতীয়তাবাদ করার ঘোষণা দিয়েছেন।
চমকিত হলেন!! শুধু চমকিত হলেই চলবে না - আহ্লাদি হয়ে শেষবারের মত বাংলা নববর্ষ উৎযাপন করুন।ভাবছেন, শেষবারের মত কেন??
এবারে একটু ব্যাখ্যায় আসা যাক। এখানে পড়ুন পুরো মদিনা সনদ।
মদিনা সনদের প্রথম পয়েন্টে বলা হয়েছে,
This is a document from Muhammad the Prophet (may Allah bless him and grant him peace), governing relations between the Believers i.e. Muslims of Quraysh and Yathrib and those who followed them and worked hard with them. They form one nation -- Ummah. এটি মহান আল্লাহর রাসুল মুহাম্মদ (সাঃ) এর পক্ষ থেকে মদিনার মুসলমান ও অন্যান্যদের (ইহুদি, খ্রিষ্টান, অন্যান্য উপজাতি - যারা মুসলমানদের অনুসরণ ও তাদের সাথে একত্রে কাজ করে) আন্তঃসম্পর্ক নির্ধারণসূচক সনদ। তারা সকলে "উম্মাহ" নামে একটি একক জাতি গঠন করবে অর্থাৎ তাদের জাতীয়তা হবে "উম্মাহ"
মোল্লার ঠেলা বলে কথা!! আল্লামা শফির এক ঠেলায় ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ এক্কেবারে "ইসলামী" আওয়ামী লীগ। প্রথম ইসলামী রাষ্ট্র মদিনার প্রথম সংবিধান "মদিনা সনদ" অনুসারে বাংলাদেশ চালাবে ইসলামী আওয়ামী লীগ। হাসিনার সুশীতল আচলের ছায়ায় এবার জামাত-শিবির-মোল্লারা!! রাম-বাম নৌকায় তুললে সংসদের চিপা খালে নৌকা ডুববে নিশ্চিত। তাই বুদ্ধিমতী শেখের বেটীর আগাম ঘোষণা - "রাম-বাম নৌকা থেকে দূরে থাক, "উম্মাহ" জাতীয়তাবাদ"।
তবে মদিনা সনদের আওতায় রাম-বামরা নিম্নোক্ত অধিকারসমূহ পাবেঃ সূত্র
সকলের জন্য সমান নিরাপত্তা থাকবে।
বিধর্মীরা মুসলমানদের সমান রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।
বিধর্মীরা "উম্মাহ"র শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে ও নিজেদের যুদ্ধব্যয় বহন করবে।
বিধর্মীদের জিহাদে অংশগ্রহণে বাধ্য করা হবে না।
হাসিনা ঘোষিত নতুন আত্নপরিচয় "উম্মাহ" জাতীয়তাবাদে আপনি খুশি নাকি নাখোশ??
বিষয়: রাজনীতি
১৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন