আসলেই কি আগামীকাল পহেলাবৈশাখ ??? !!!
লিখেছেন লিখেছেন বিডি রকার ১৩ এপ্রিল, ২০১৩, ১১:৪৩:৫৬ রাত
ভুলেই গেছিলাম. আগামীকাল চৌদ্দ এপ্রিল - মানে পহেলাবৈশাখ। রাতের বেলা খাওয়ার সময় টিভিতে খবর দেখতে গিয়া ব্যাপারটা টের পাইলাম।
খুব ভাল কইরা চিন্তা করলাম। এমনটাতো হওয়ার কথা না। আমি মানুষটা ছোটবেলা থেকেই খুব সামাজিক। অসংখ্য সামাজিক - সাংস্কৃতিক সংগঠনের সাথে আমার উঠাবসা। তারপরেও বাংগালী জাতির অন্যতম এই উত্সবের দিনের কথা খেয়াল নাই!
--
অনেক চিন্তা ভাবনা কইরা একটা কারণ খাড়া করলাম।
--ব্যাপার হইল গত বেশ কয়েকদিন যাবৎ দেশে যেইভাবে একটার পর একটা ঘটনা ঘটতাছে, তাতে যদি শুনি কালকে আমার বিয়া - মেয়ে হিনা রাব্বানির চেয়েও সুন্দর ; তাইলেও আমার কোনো ফিলিংস হবে না। আজকে আমার প্রানের চেয়েও প্রিয় নেতা-ভাই যখন কস্টে নিস্পেষিত তখন আমার হাতপায়ে কেউ কোপাইলেও টের পাব কিনা ঢের সন্দেহ আছে। পরিক্ষা - ক্লাস -অফিস কিছুই নাই এরপরেও সংগঠনের কাজ ও দেশরে নিয়া চিন্তা ভাবনা করতে গিয়া সময় যে কোন দিক দিয়া আসে আর কোন দিক দিয়া যায় - বুঝার সাধ্যি কারও নাই। এইসব কারনেই হয়তো পহেলাবৈশাখ নামক দিনটির আগমনের বার্তাটি টের পাইনি।
------ যা হোক, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সত্যিকার অর্থেই ভালো একটি বছর কাটুক সবার, এই কামনায় ..........
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন