ময়মনসিংহে প্রিজন ভ্যান ব্রেক! কিছু কথা ....
লিখেছেন লিখেছেন বিডি রকার ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫৬:৪২ সন্ধ্যা
আজকে অনলাইনে ঢুকতেই মোমেনশাহীতে ফিল্মি স্টাইলে ফাঁসির আসামি পলায়নের খবরটি পাই।
ব্যাপারটা আরও ইন্টারেস্টিং মনে হয় যখন জানতে পারি, এতে গোলাগুলির ঘটনা ঘটে এবং একজন থ্রি নট থ্রি ধারী পুলিশ নিহত হয়!!
SIA এ এই ঘটনায় তাতক্ষণিক কিছু জানায়নি, তবুও আমি তাদের কাছ থেকে কিছু তথ্য জেনে ছোট্ট করে লিখছি ....
:-
ফেসবুকে নিজেদের কিতাল পন্থী মুজাহিদ দাবি করে এমন কিছু আইডি অনেক আগে থেকেই এরকম পরিকল্পনার কথা পরোক্ষভাবে বলে আসছিল।
আজকের ঘটনার পর তাদের অনেকেই এই ঘটনার পিছনে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছে। তাদের অনেকেই গর্ব করে ব্যাপারটিকে হাইলাইট করছে ....
.
* আমার মতামত :
কাজটি আসলেই নাটক ; নাকি কিতালিস্টরাই করেছে - এ ব্যাপারে আমি এখনও নিশ্চিত নই।
তবে যেই করুক না কেন - এর ফলাফল যে সম্পূর্ণ আওয়ামী লীগের পক্ষে গিয়েছে তাতে কোনও সন্দেহ নেই।
কেননা আল কায়েদার ভুয়া অডিও ফাঁসের পর এমন একটা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ ছিলো ভারতের জন্য। এর ফলে জঙ্গিবাদের অস্তিত্ব প্রমানটা আরও সহজ হয়ে যাবে তাদের কাছে ...
আর শুধুমাত্র এটুকু প্রমাণ করাই এই মূহুর্তে 'র' এর অন্যতম চ্যালেঞ্জ!
--
( এই ব্যাপারে আরও বিস্তারিত বিশ্লেষণের অপেক্ষায় থাকুন .. )
বিষয়: রাজনীতি
১৭৭৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন