লুঙ্গি কেলেংকারী! (প্রবেশাধিকার সংরক্ষিত।শুধু মাত্র পুরুষদের জন্য)
লিখেছেন লিখেছেন আহমেদ আরিফ ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৩:২৬ রাত
আমাকে লুঙ্গি পরতে দেখলেই ৬বছর বয়সী ভাতিজা আদুরে স্বরে বলবে, ‘কাক্কু, আস আমরা যুদ্ধ যুদ্ধ খেলি।’
যুদ্ধ যুদ্ধ খেলা না। বিচ্চুটার আসল উদ্দেশ্য আমার লুঙ্গি ধরে টান দিয়ে খুলে ফেলে প্রতিশোধ নেয়া!
প্রতিশোধ নেয়ার পেছনের ঘটনা—৫ বছর বয়সে রাফাতের খত্নার পর বেশ কয়েকদিন ওকে লুঙ্গি পরতে হয়েছিল। তখন বেশ কয়েকবার রাফাতের লুঙ্গি খুলে নিয়ে অনেকগুলো নেংটু ছবি উঠিয়ে রেখেছিলাম।
রাফাতের সমবয়সী পাশের বাসার রায়না একদিন আমার মোবাইলের গ্যালারিতে ছবি দেখতে গিয়ে রাফাতের সব নেংটু ছবি দেখে ফেলে। সে থেকে রায়না কিছু নিয়ে রাফাতের সঙ্গে মারামারি বেধে গেলে শুরুতেই হুমকি দেবে—‘তোমার যে নেংটু ছবি আছে ক্লাসের সবাইকে বলে দেব। এখন তোমাকে মারব। তুমি আমাকে একটাও মারতে পারব না।’
এরপর রাফাতকে ইচ্ছামত কিলঘুষি শুরু!
দুর্নীতিবাজ বেহায়া রাজনীতিবিদ, সেলিব্রেটিদের লজ্জা-শরম না থাকতে পারে। কিন্তু রাফাতের আছে। তাই বেচারা নেংটু ছবির কথা সহপাঠীদের কাছে ফাঁস হয়ে যাওয়ার ভয়ে রায়নার ঢিসুম ঢিসুম হজম করে। আর প্রতিশোধের অপেক্ষায় থাকে কখন আমি লুঙ্গি পরব। তাই রাফাত বাসায় থাকলে লুঙ্গি পরি না।
স্কুল ছুটিতে বিচ্চুটা নানার বাড়ি বেড়াতে যাওয়ার পর রাতে লুঙ্গি পরে অনেকদিন পর শান্তির একটা ঘুম দিলাম।
সারা সকাল লুঙ্গি পরে টিভি দেখতে দেখতে রাফাতের চিপসগুলো ধ্বংস করে দুপুরে গোসল করে ছাদে লুঙ্গি শুকাতে দিয়ে এসে খেয়ে আবার ঘুম।
বাসায় যেহেতু কেউ নেই তাই বিকালে ঘুম থেকে উঠে ছাদে লুঙ্গি আনতে গিয়ে দেখি লুঙ্গি নেই! চোর ব্যাটা লুঙ্গি খুলে নিয়ে গেছে!
৩টা না ৫টা না, একটা লুঙ্গির শোক নিয়ে রুমে এসে দেখি মোবাইলে রিং হচ্ছে। দোস্ত নদীর নাম্বার দেখে রিসিভ করতেই নদীর হুঙ্কার—‘ওই শালা, আজকে আড্ডায় আসলি না যে। তুই বান্দরটাকে অনেক বেশি মিস করেছিস।’
— আমিও একটু একটু মিস করেছি।
— শালা, আমি তোকে বেশি মিস করেছি আর তুই একটু একটু মিস করেছিস! তা বেশি বেশি মিস করেছিস কাকে শুনি।
— কাউকে না। তবে এখন আমার লুঙ্গিটা অনেক মিস করছি।
— ওরে হাদারাম, লুঙ্গি কি মিস করার জিনিস?
— লুঙ্গি চোরে নিয়ে গেছে বুঝলি। তাই মিস করছি।
— চোরে লুঙ্গি নিয়ে গেছে! তুই ছিলি কোথায়?
— আমি তো ঘুমে ছিলাম।
— এখন কোথায়?
— কোথায় আবার, আমার রুমে।
— দোস্ত তুই বসে বসে লুঙ্গির শোক করতে থাক। আমার জরুরি একটা অ্যাসাইনমেন্টের কাজ আছে। ওইটা শেষ করে তোর লুঙ্গির শোকের গপ্পো শুনব!
নদী লাইন কেটে দিতেই ছাদে গিয়ে দেখি পুরো বিল্ডিংয়ের অনেকেই ছাদে। বুঝলাম চোর ব্যাটা একা আমার সর্বনাশ করেনি।
বাড়িওয়ালার ছেলে আমাকে দেখেই বলল, তোমার কি নিয়ে গেছে?
— আমার লুঙ্গি খুলে নিয়ে গেছে।
আমার কথায় সবার মধ্যে হাসির রোল পড়ে গেল! এমনিতেই লুঙ্গির শোক! তার ওপর সবার হাসি! বললাম,হাসির কী হলো?
পাশের ফ্ল্যাটের জসিম ভাই বললেন, এমনভাবে বলেছো, শুনে যে কারোই মনে হবে তোমার শরীর থেকে খুলে নিয়ে গেছে!
— লুঙ্গি শুকাতে দেয়ার সময় বাতাসে যেন উড়ে না যায় সেজন্যই ক্লিপ দিয়ে আটকে দিয়েছিলাম তো, তাই বলেছি লুঙ্গি খুলে নিয়ে গিয়েছে! আর আপনারা মজা নেন!
কার কী নিয়ে গেছে শুনছি। হঠাত্ বন্ধু মহলে ‘বেকিং নিউজ’ খ্যাত নদীর কথা মনে পড়তেই বুক চ্যাত করে উঠল! স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো যেমন কিছু একটা হলেই চ্যানেলের পর্দায় স্ক্রল আকারে ‘বেকিং নিউজ’ দিয়ে প্রচার শুরু করে তেমনি আমাদের নদীও কিছু হলেই সেটাকে রং মাখিয়ে ‘বেকিং নিউজ’ আকারে মোবাইলে, ফেসবুকে সবার কাছে পৌঁছে দেবে। না জানি আমার লুঙ্গি নিয়ে এতক্ষণে কি ব্রেকিং নিউজ ছড়াতে শুরু করেছে!
মোবাইল থেকে ফেসবুকে লগইন করে দেখি নদী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে...
ব্রেকিং নিউজ! বেকিং নিউজ!
‘ঘুমন্ত আরিফের লুঙ্গি খুলে নিয়ে গিয়েছে চোর! এখন লুঙ্গিবিহীন অবস্থায় রুমে বসে আছে।
ফেসবুক থেকে লগ আউট করতেই মোবাইলে মেসেজ! বিশ্ববিদ্যালয়ের হলে থাকা বাড়িওয়ালার বজ্জাত মেয়েটা নদীর ফেসবুক স্ট্যাটাস দেখে এসএমএস দিয়েছে ‘হ্যাললো হাবলু, মন খারাপ করে না। লুঙ্গি গেছে! ইজ্জত তো যায়নি! ইজ্জত গেলে তো তোমাকে কোনো মেয়েই বিয়ে করতে রাজি হতো না। অবশ্য তোমার মতো হাবলুকে এখনও কেউ বিয়ে করতে রাজি হবে না!’
বিষয়: বিবিধ
২০৫৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উক্ত কথাটা চরম লাগছে।
হাসতে হাসতে কাহিল হইয়া গেলাম... লন একখান লুঙ্গি গিফট করলাম...
মন্তব্য করতে লগইন করুন