অশ্লীল বিজ্ঞাপন মুক্ত ব্রাউজিং চান?
লিখেছেন লিখেছেন আহমেদ আরিফ ০৩ মার্চ, ২০১৪, ০৮:৩৬:২০ রাত
গুগুল ক্রোম ব্যবহারকারীরা যা করবেন
গুগুল ক্রোমে টাইপ করুন chrome://extensions/ এরপর Get more extensions এ ক্লিক করে সার্চবক্সে লিখুন AdBlock।অনেকগুলো Ad ব্লকার পাবেন।যেটার রেটিং অনেক বেশী সেটার ফ্রিতে ক্লিক করুন।খুব দ্রত ইনস্টল হয়ে যাবে।এরপর দেখবে ব্রাউজার ক্লোজ চিহ্নের নিচে এডব্লকার দেখাচ্ছে।এখন আপনি যে কোন ওয়েবে যান নো পবলেম।কোন বিজ্ঞাপন দেখাবেনা।
মজিলা তথা ফায়ার ফক্স ব্যবহার কারীরা।
মজিলা ব্রাউজেরের টুলস গিয়ে Add on এ ক্লিক করুন।এরপর সার্চে গিয়ে AdBlock লিখে সার্চ দিন।এরপর পছন্দের AdBlock এ ইনস্টল এ ক্লিক দিন।
AdBlock ব্যবহারের সব চাইতে বড় সুবিধা হচ্ছে,আপনাকে বিব্রত হতে হবেনা।এবং ভুলে কোন বিজ্ঞাপনে ক্লিক হয়ে পিসি ভাইরাসে আক্রান্ত হবার সুযোগ নাই।
বিষয়: বিবিধ
১৫১৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন