আসুন,প্রেম পিরিতি দিয়ে কম্পিউটার ক্লাস করি-আজকের বিষয় আপনার পিসি স্লো হয়ে যাবার কারন।
লিখেছেন লিখেছেন আহমেদ আরিফ ০৭ মার্চ, ২০১৪, ১২:০২:৩২ রাত
✔পিসি’র পারফরমেন্স অপারেটিং সিস্টেমের ওপরে নির্ভরশীল।আপনার পিসির কনফিগার এক্সপি এর জন্য বেষ্ট।আপনি লাগাইয়া দিলেন ৭!! ধরুন,আপনি শান্ত শিষ্ট মানুষ।দজ্জালনী টাইপের মেয়ে যদি আপনার প্রেমিকা/বউ হয় তাহলে আপনার অবস্থা যেমন হবে অমন আর কি!সো,কনফিগারের লোড অনুযায়ী উইন্ডোজ সেটআপ দিন।
✔আপনার কম্পিউটারের কনফিগার অনুযায়ী উইনডোজ ঠিক আছে।এরপরও স্লো হলে প্রয়োজনের বেশি সফটওয়্যার ইন্সটল থাকাটাই দায়ী।যেমন আপনার মানিব্যাগ ফাঁকা কিন্তু প্রেমিকা খাদক!বুঝতেই পারছেন!!তাই অপ্রয়োজনীয় সফট ইনস্টল করা থেকে বিরত থাকুন।
✔উইনডোজ ঠিক আছে,সফটও কম এরপরও স্লো?তাহলে একসঙ্গে দু’টি অ্যান্টিভাইরাস চালানো অন্যতম কারণ।একটা প্রেমিকা সামলানোর পয়সা নাই পকেটে আর আপনি দুইটা নিয়া বসে থাকলে কি প্রেম জমবে?একটি আ্যন্টি ভাইরাস ব্যবহার করুন।
✔ডেক্সটপে অনেক আইটেম থাকাটা শুধু আপনার পিসি স্লো করেনা স্ট্যাটআপ টাইমও অনেক স্লো করে।প্রেমিকাকে বেশী সাজুগুজু করে বন্ধুদের সামনে নিয়ে যাওয়া যেমন বিপদজনক।বন্ধু ভাগিয়ে নিতে পারে আপনার প্রেমিকাকে।স্লো হয়ে যাবে আপনার জীবন।তেমনি মানুষকে আমার পিসিতে এই আছে সেই আছে দেখানোর জন্য ডেস্কটপে আইটেম ভরে রাখলে আপনার আপনার স্ক্রিনের রূপ বাড়বে ঠিকই কিন্ত গুন হারাবে মানে স্লো হবে!সো অপ্রয়োজনীয় আইটেম রাখবেননা।
✔ভালবাসার সম্পর্কে মধুর করতে অতীত কিংবা অপ্রয়োজনীয় বিষয়গুলো যদি ঝেঁড়ে না ফেলেন তাহলে আপনার সম্পর্ক যেমন স্লো হয়ে যাবে তেমনি পিসির সম্প্রতি ফাইল বা সঞ্চিত ফাইলগুলো না ডিলিট করলে পিসি স্লো হয়ে যাবে।পরামর্শ-সি ক্লিনার ব্যবহার করুন।
✔অপ্রচলিত হার্ডওয়্যার ড্রাইভারের কারণে।আপনার মধুর ভালবাসা যেমন একটি লোভী মেয়ের হাতে পড়ে আপনার ভালবাসার অনুভূতি নষ্ট হয়ে যেতে পারে তেমনি সস্তার লোভে অপ্রচলিত হার্ডওয়্যার ড্রাইভারের কারণেও আপনার পিসির স্প্রিড নষ্ট হয়ে যাবে।
(একটা সময় ব্লগে এমন করে টেকি পোষ্ট লিখতাম।কয়েকবছর পর আবার লিখলাম।)
বিষয়: বিবিধ
১৫১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন