আমার শুভ্র আলো

লিখেছেন লিখেছেন ইমরান আল আহসান ০৬ মার্চ, ২০১৪, ১১:২৩:০২ রাত

হৃদয়ে জ্বালিয়ে রাখা শুভ্র আলো

আশা-নিরাশার দোলাচলে

কম্পিত হৃদয়ে জিইয়ে রাখি প্রত্যাশা।

আমার পৃথিবী

আমার স্বপ্ন

আমার ভালোবাসা।

একগুচ্ছ রজনীগন্ধা হাতে নিয়ে

স্বপ্নরাজার দেশে গিয়ে

অদূরে নীল-সবুজের মিলনস্থলে,

কোন এক বিকেলে, কোলাহলের বাইরে এসে

খুজে নিব সে শুভ্র আলোকে।

বিষয়: সাহিত্য

৮৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188239
০৭ মার্চ ২০১৪ সকাল ০৯:০৮
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগিল।
188337
০৭ মার্চ ২০১৪ সকাল ১১:৪৭
ইমরান আল আহসান লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File