নবযাত্রা
লিখেছেন লিখেছেন ইমরান আল আহসান ১০ মে, ২০১৪, ০৯:০৫:৫৬ রাত
বহুদিন বহুপথ হেঁটেছি আমি, এক টুকরো আশা
নতুন করে দেখবো উদয়, দূর করে হতাশা
ভাঙ্গনের পর হবে গড়া, জাগবে নতুন প্রত্যাশা
কাটবে ঘুম তরুণ যুবার, মিটবে ভোরের কুয়াশা।
দিন যায় দিন আসে, আশাগুলো ভাঙ্গে গড়ে
সমাজ যখন থমকে দাড়ায়, বৈশাখির প্রবল ঝড়ে
আলোক মশাল হাতে নিয়ে, তরুণদল এসে পড়ে
নতুন পথের দেয় সন্ধান, ধ্বংসগুলো পায়ে মাড়ে।
কর্ম তোমার যাক ছড়িয়ে, তপ্ত বালুর নিঃশ্বাসে
ফুলেল হোক এই ধরণী, স্নিগ্ধ শীতল বাতাসে
স্বপ্ন দেখি তোমার চোখে, স্বর্গ আসে সহাস্যে
দূর হয়ে সব দুঃখগুলো, জীবন ভাসে উল্লাসে।
বুধবার, ০৭ মে,২০১৪, রাত ২.৪০মি.
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন