----মা----
লিখেছেন লিখেছেন ইমরান আল আহসান ১১ মে, ২০১৪, ০৮:৪৪:৫৯ রাত
অসীম মমতায় করেছ ধারণ, দিয়েছ কোমল পরশ
দিয়েছ মায়া করেছ পালন, হওনি কভু নাখোশ
কত ব্যাথা কত কষ্ট, দিয়েছি তোমায় মাগো
বলোনি কিছু সয়েছ শুধু, মান করোনি তবুও
হাঁটি হাঁটি পা পা, শিখিয়েছ পথ চলা
দিয়েছ মোরে মুখের ভাষা, শিখিয়েছ কথা মালা
জীবন তরীর তোমার ঋণ, শোধ হবেনা কভু
উচ্চ আসন দাও মাকে, ওগো মোর প্রভু
সারা জীবন মাকে যেন, করতে পারি সেবা
সুখে যেন রাখতে পারি, এই মোর বাসনা
সবার শেষে করি দোয়া, “রাব্বির হামহুমা কামা
রাব্বা ইয়া নি সাগীরা” কবুল কর ওহে মোর খোদা
(অসমাপ্ত)
রবিবার, ১১ মে, ২০১৪, রাত ১.৪০ মি.
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন