বিডিটুডে এডিটর,এমন বাটপারি করা মোটেই উচিত না।
লিখেছেন লিখেছেন আহমেদ আরিফ ০৩ জুন, ২০১৪, ০৭:৪৩:৫৯ সন্ধ্যা
দেশের অন্যতম মিডিয়া শীর্ষনিউজে বাংলাদেশ দূতাবাস নিয়ে বিশেষ লিড নিউজটি গতকাল রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বেহাল দশা শিরোনামে প্রকাশ হয়।যা গতকালই কপিপেষ্টি করে বিডিটুডে।কোন ব্যাপারনা।
একই প্রতিবেধনটি আজ নিউজইভেন্ট২৪ আমার অনুমতিক্রমে 'সৌদিতে বাংলাদেশ দূতাবাসের ভেতর ভয়ংকর দৃশ্য!' শিরোনামে প্রকাশ হয় একটি এক্সক্লুসিভ ছবি সহ।বিডিটুডে সেটাও কপি করে।কিন্তু সেটায় করা হয় চরম বাটপারি।পুরো ছবিটি এডিট করে কোন সূত্র উল্লেখ না করে বিডিটুডে নিজেদের নামে চালিয়ে দিয়েছে নিউজটি।
আসল ছবি
বিডিটুডের বাটপারির পর ছবিটির পরিণতি
বিডিটুডে আমার অনেক লেখায় শীর্ষ নিউজ.নিউজ ইভেন্ট২৪ থেকে কপি মেরেছে।বেশীর ভাগ ক্ষেত্রে আমার নাম উল্লেখ করেনি।এটা নিয়ে আমার কোন আপত্তি নাই। কিন্তু,আমার তোলা ছবি বিকৃত করে নিজেদের নামে চালিয়ে দেওয়াটাতো বাটপারি।আপনারা কি আমার থেকে অনুমতি নিয়েছেন?অনুমতি নেননি।যাক নেননি।কিন্ত,আপনারা নিউজ ইভেন্টের সূত্র পর্যন্ত উল্লেখ করেননি।
খুব খারাপ কাজ এইটা।
*এই লেখার পর উনারা সূত্র উল্লেখ করেছে।কিন্তু এখন পর্যন্ত এডিট করা ছবিটা সরায়নি।
বিষয়: বিবিধ
১৮৩৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিডিটুডেতে তো সব সময় সূত্র উল্লেখ দেখি
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন