ব্রেকিং !!! পালিয়েও বাঁচতে পারল না জেএমবি সদস্য রাকিব হাসান !
লিখেছেন লিখেছেন বিডি রকার ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৪:৩২ দুপুর
গতকালকে হট নিউজ ছিল ফিল্মি স্টাইলে জেএমবির ৩ ঘাগু আসামীকে প্রিজন ভ্যান থেকে অপহরণ ।
তার মধ্যে ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শুরা সদস্য রাকিব হাসান ।
কিন্তু পালানোর কয়েক ঘণ্টার পর পুলিশের হাতে গ্রেফতার হয় সে । ছদ্মবেশ নেওয়ার জন্য লম্বা দাঁড়িও কেটে ফেলে রাকিব । কিন্তু গলায় ও হাতে-পায়ে ডাণ্ডাবেড়ির দাগ ও অস্বাভাবিক অবস্থায় হেটে যাওয়ার কারণে সখিপুরে পুনরায় গ্রেফতার করা হয় তাকে ।
এরপর থেকে পুলিশ হেফাজতে থাকলেও আজ সকালে কথিত ক্রসফায়ারে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ।
পুলিশের দাবি টাঙ্গাইলের মির্জাপুরে তাকে নিয়ে গ্রেফতার অভিযান চালানোর সময় হামলা হলে উভয় পক্ষের গোলাগুলিতে মারা যায় সে ।
তবে আপাত দৃষ্টিতে সচেতন মহলের কাছে মোটেও বিশ্বাসযোগ্য মনে হবে না এ খবর ।
ধারণা করা হচ্ছে , '' গভীর ষড়যন্ত্র ও নীল নকশার খবর যেন ফাঁস না হয় তাই এক ঢিলে দুই পাখি মারার উদ্দেশ্যেই খুন করা হয়েছে রাকিবকে .. ''
*
বিষয়: রাজনীতি
১৭২০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যত বড় অপরাধী হোক না সে- তারে
বিচার ছাড়াই কেন গুলি করে মারে?
আইনের কোন ধারা এই কথা বলে?
এমন ঘটনা শত চাপা পড়ে তলে।
মন্তব্য করতে লগইন করুন